বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

কলকাতায় লিটনের পর সাকিবও

স্পোর্টস ডেস্ক, ই-কণ্ঠ অনলাইন:: তাসকিন আহমেদ এবং আফিফ হোসেন দল না পেলেও আইপিএল ২০২৩ আসরের জন্য দল পেয়েছেন বাংলাদেশ দলের তারকা ওপেনার লিটন দাস ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। দিনের শুরুতে প্রথম ডাকে লিটন দল না পেলেও দ্বিতীয় ডাকে তাকে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে দলে টেনেছেন কলকাতা নাইট রাইডার্স। এরপর সেই কলকাতাই দলে ভিড়িয়েছে সাকিবকে।

ভিত্তিমূল্য দেড় কোটি রূপিতেই সাকিবকে যুক্ত করেছে শাহরুখ খানের কোলকাতা। এর আগে নিলামের প্রথম ডাকে অবিক্রিত থেকে গিয়েছিলেন সাকিব আল হাসান। এদিকে নিলামের দ্বিতীয় ডাকে দল পেয়েছেন রাইলি রুশো। -২ কোটি রুপি ভিত্তিমূল্য থাকলেও আফ্রিকান এই ব্যাটারকে ৪ কোটি ৬০ লাখ রুপিতে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস।

কলকাতা নাইট রাইডার্স

শ্রেয়াস আইয়ার, নিতিশ রানা, রহমানউল্লাহ গুরবাজ, ভেঙ্কটেস আইয়ার, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, শার্দুল ঠাকুর, লকি ফার্গুসন, উমেশ যাদব, টিম সাউদি, হার্শিত রানা, বরুণ চক্রবর্তী, অনুকূল রয়, রিঙ্কু সিং।

নিলাম থেকে- নারায়ন জগদেশান, ভৈবব অরোরা, লিটন দাস, সাকিব আল হাসান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com