রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন
রোকন উদ্দিন, চট্টগ্রাম থেকে,একুশের কণ্ঠ ডটকম ॥ কর্ণফূলী নদী, হালদা নদী দখল, দূষণে জড়িত এবং চট্টগ্রামের পাহাড় খেকোদের গ্রেফতারের দাবীতে ১০ অক্টোবর সোমবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলন চট্টগ্রাম উত্তর-দক্ষিণ মহানগর শাখার যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তবে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট বুদ্ধিজীবী, মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান বলেন, কর্ণফূলী নদী বাঁচলে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধশালী হবে। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক নামধারীরা কর্ণফূলী নদী, হালদা নদী, পাহাড় কাটাসহ পরিবেশ ধ্বংসের সাথে জড়িত রাজনৈতিক ছত্রছায়ায় থাকা সকল লুটেরা প্রভাবশালী মাফিয়াদের গ্রেফতারের আওতায় এনে বিচার করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত ভিসি হালদা নদী গবেষক প্রফেসর ড. মোঃ আলী আজাদী বলেন, কর্ণফুলী নদীর প্রাণ-প্রকৃতি, উদ্ভিদ বৈচিত্র্য, বঙ্গোপসাগরের মোহনা থেকে কাপ্তাই পর্যন্ত দূষণের জন্য দায়ী ৯৯টি উৎস ও ৩৩টি কারণ চিহ্নিত করেছি। কর্ণফূলী নদীর মোহনা থেকে কালুরঘাট পর্যন্ত দূষণ হচ্ছে সবচাইতে বেশি। এর মধ্যে ছোট-বড় ৩৭টি শিল্প প্রতিষ্ঠান থেকে নদীতে নির্গত বর্জ্য মানবদেহে ও প্রাণীর জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি আমার গবেষনায় নির্ণয় করেছি।
বিশেষ অতিথির বক্তব্যে পরিবেশবীদ, গবেষক, প্রফেসর ড. আতিকুর রহমান বলেন, নদীর দুইপাশে শিল্পপ্রতিষ্ঠান থেকে নদীতে নির্গত বর্জ্য পদার্থ সংগ্রহ করে পরীক্ষা নিরীক্ষা করে দেখা গিয়েছে মানবদেহে এবং প্রাণীর জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের উপস্থিতি শনাক্ত হয়েছে। বিশেষ অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী বলেন, আমার জীবনে কর্ণফূলী নদীর গবেষণায় যেটা দেখতে পাচ্ছি কর্ণফুলী নদীর মোহনা থেকে কাপ্তাই পর্যন্ত ৬২৮টি প্রজাতির উদ্ভিদ প্রজাতি শনাক্ত করেছি।
উদ্ভিদ শনাক্ত হয়েছে ১২২ প্রজাতি আর দ্বিবীজপত্রী উদ্ভিদ শনাক্ত হয়েছে ৩৮২ প্রজাতির। নদীর মাঝখানে বাকলিয়া চরে ১৫৭ এবং সবচেয়ে দূষিত এলাকায় বঙ্গোপসাগর মোহনা থেকে কালুরঘাটের পর পর্যন্ত পাওয়া গেছে মোট ১৩২ প্রজাতির উদ্ভিদ। শনাক্তকৃত গাছের মধ্যে সর্বমোট ৩৬২টি ঔষধি উদ্ভিদ রয়েছে। বঙ্গোপসাগর মোহনা থেকে কাপ্তাই পর্যন্ত দূষণের ৯৯ উৎসের মধ্যে ছোট-বড় ৬২টি শিল্পকারখানা, ১৪টি নৌযান মেরামতের জায়গাসহ বাজার নালা, খামার ও শুটকির পল্লী রয়েছে।
নগরের বর্জ্য বিভিন্ন নালা দিয়ে কর্ণফূলী নদীর পানিতে মিশে যাচ্ছে। নদীর তীরে পোড়া তেলের ব্যবসা জাহাজ মেরামতের কারখানা থেকে সৃষ্ট উপজাত যেমন পোরানো রং, মরিচা, অপচনশীল ভাসমান প্লাস্টিক, নদীর পাড়ে খোলা শৌচাগার, বাঁধ দেওয়ার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, কসাই খানার বর্জ্য, মৃত পশু পাখি সরাসরি নদীতে নিক্ষেপ, বিষপ্রয়োগ করে মাছ ধরা, নৌযান থেকে পলিথিন, খাবারের প্যাকেট, টিস্যু, নৌ দুর্ঘটনার কারণে তেল নির্গমণ, অপ্রয়োজনীয় নষ্ট মালামাল নদীতে ফেলা। ফলে কর্ণফুলী নদী নাব্যতা হারাচ্ছে।
এ দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। প্রধান বক্তা বাপসার সভাপতি এম.এ হাশেম রাজু বক্তব্য রাখতে গিয়ে বলেন, চট্টগ্রাম জেলা, রাঙ্গমাটি জেলা, খাগড়াছড়ি জেলা, বান্দবন জেলা, কক্সবাজার জেলা সহ বাঁশখালী উপজেলার ১০ নং চাম্বল ইউনিয়নের পাহাড়খেকো অস্ত্রব্যবসায়ী মুজিবসহ পরিবেশ ধ্বংসকারীদের গ্রেফতারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় পরিবেশবাদীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হব।
চট্টগ্রাম মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আবু মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ জানে আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাপসার জাতীয় কাউন্সিলর জালাল উদ্দিন মঞ্জু, রাজনীতিবিদ মো: সোলাইমান খান, বাপসার জাতীয় কাউন্সিলর এম.এ কালাম বাবু, সেলিম রেজা, মো: ওয়াজেদ আলী, সবুজ পাতা কেন্দ্রিয় কমিটির সভাপতি মহিউদ্দিন প্রমুখ।