সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাওয়ায় এই করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ জনগণকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধকরন ও মাস্ক বিতরণ করছে লালমনিরহাট জেলা পুলিশ।
শনিবার (৩ এপ্রিল) বিকেলে লালমনিরহাট জেলা শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড় গোল চত্বরে জেলা পুলিশের উদ্যোগে করোনা সচেতনতা ও জনসাধারণকে মাস্ক ব্যবহারে উদ্ভুদ্ধকরন করন এবং মাস্ক বিতরণ করা হয়।
লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে মাস্ক বিতরন ও উদ্ভুদ্ধকরনে এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আবিদা সুলতানা(বিপিএম, পিপিএম) অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) মারুফা জামান, লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলম, সদর ট্রাফিক ইন্সপেক্টর সাদাকুল বারী প্রমুখ।