রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাদিকুল নামের দুই বছর চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০২ এপ্রিল) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলায় এই প্রথম করোনায় কোনো শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় ৫৪ জনের মৃত্যু হলো। সাদিকুল দামুড়হুদা উপজেলার দশশিপাড়ার সাদ্দাম হোসেনের ছেলে।
সাদ্দাম হোসেন বলেন, আড়াই মাস কিডনিজনিত সমস্যার কারণে ঢাকা শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল সাদিকুল। অতিরিক্ত শ্বাসকষ্ট শুরু হলে ২৭ মার্চ তার নমুনা পরীক্ষা করা হয়। ২৮ মার্চ করোনা শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। ২৯ মার্চ ঢাকা শিশু হাসপাতাল থেকে তাকে চুয়াডাঙ্গায় নিয়ে আসি। ৩০ মার্চ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করি। শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১২ জন সদরের এবং দুজন দামুড়হুদা উপজেলার। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৭২৮ জন। করোনা আক্রান্তদের মধ্যে বর্তমানে ৫৩ জন চিকিৎসাধীন। হাসপাতালের আইসোলেশনে ১৬ জন চিকিৎসা নিচ্ছেন।
জেলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫৪ জন। এর মধ্যে চুয়াডাঙ্গায় আক্রান্ত হয়ে ৪৮ জন, চুয়াডাঙ্গার বাইরে ছয়জন মারা যান। এ পর্যন্ত জেলায় সুস্থ হয়েছেন এক হাজার ৬২২ জন। চুয়াডাঙ্গার সিভিল সার্জন এএসএফ মারুফ হাসান বলেন, করোনায় আক্রান্ত শিশুটিকে ৩০ মার্চ সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, স্বাস্থ্যবিধি না মানায় করোনায় আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। এই মহামারি থেকে সুরক্ষা পেতে হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে