রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: করোনার নতুন ধরন ওমিক্রন, “বাঁচতে হলে সবাইকে হতে হবে সচেতন” এই স্লোগানকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ করেছে লালমনিরহাট জেলা পুলিশ।
সোমবার (১০ জানুয়ারী) দুপুরে লালমনিরহাট জেলা পুলিশের আয়োজনে শহরের প্রাণ কেন্দ্র মিশনমোড় চত্বরে বিভিন্ন যানবাহনের শ্রমিক, পথচারী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে লালমনিরহাট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতিকুর রহমান (হেডকোয়ার্টার্স) ট্রাফিক ইন্সপেক্টর সাদাকাতুল বারী, ট্রাফিক আব্দুল কাদের, ট্রাফিক সার্জেন্ট মোস্তাফিজুর রহমান, ট্রাফিক সার্জেন্ট নাজিমসহ প্রমূখ উপস্থিত ছিলেন।