বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০২:১৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল করদাতাদের উদ্দেশ্য করে বলেছেন, আপনারা আয়কর বাবদ যে টাকা দিচ্ছেন, সে অর্থ সরকার দেশের মানুষের কল্যাণে বিনিয়োগ করছে।
বুধবার (২৪ নভেম্বর) রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে সেরা করদাতার সম্মাননা স্মারক ও ট্যাক্স কার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সভার সভাপতিত্ব করেন।
অর্থমন্ত্রী করদাতাদের বলেন, সোনার বাংলাদেশ আপনাদের মাধ্যমে নির্মাণ হবে। আপনাদের হাত ধরে আমরা আজ মাথাপিছু আয়ে চায়না ও ভারতের সমান।
তিনি বলেন, আপনারা সবাই দেশ প্রেমে উজ্জীবিত খাঁটি মুসলমান। দেশ প্রেম না থাকলে খাঁটি মুসলমান হওয়া যায় না। সুতরাং যার মধ্যে দেশ প্রেম নেই তিনি খাঁটি মুসলমান হতে পারেন না। আপনারা সবাই ভালো মানুষ হিসেবে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
মুস্তফা কামাল বলেন, যারা অর্থ ও বিত্তশালী তারা প্রথমে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীর প্রতি যত্নবান হবেন। কারণ আপনাদের অর্থে তাদের হক আছে। আশেপাশের গরিবদের আপনার সম্পদে হক আছে। কর দিলে সে দায়বদ্ধতা পূরণ হয়। কারণ সরকার করের টাকা জনগণের কল্যাণে বিনিয়োগ করেন।
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বিশেষ অতিথির বক্তব্যে বলেন, আয়কর দিবসের অনুষ্ঠানে যে ট্যাক্স কার্ড দেওয়া হয় তার সুফল করদাতারা পায় না। ট্যাক্স কার্ডে প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।
কর ব্যবস্থা সহজ ও স্বচ্ছ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এটি করা হলে রাষ্ট্রের রাজস্ব আয় বাড়বে। সেই সঙ্গে করদাতার সংখ্যাও বাড়বে। অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানিয়ে এফবিসিসিআই সভাপতি বলেন, এ করের কারণে ব্যবসায়িদের আর্থিক লগ্নি বেড়ে যায়। তাই ব্যবসায়ীদের সহযোগিতার মনোভাব নিয়ে অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে খসড়া আয়কর আইন প্রণয়নের সময় ব্যবসায়িদের সম্পৃক্ত করবেন বলে আশা করছি।
২০২০-২০২১ অর্থবছরে ব্যক্তি শ্রেণিতে ৭৫ জন, কোম্পানি শ্রেণিতে ৫৪ জন ও অন্যান্য ক্যাটাগরিতে ১২ জন করদাতাকে সম্মাননা দিয়েছে এনবিআর।