রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ইমরানুর রহমানের লন্ডনে জন্ম। যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান যেন আজ নিজের ঘরের মাঠেই খেলতে নেমেছিলেন। বার্মিংহামের কমনওয়েলথ গেমসে আজ বাংলাদেশের হয়ে ১০০ মিটার স্প্রিন্টের হিটে নেমেছিলেন তিনি। তাতে ইমরানুর ৭জনের মধ্যে হয়েছেন তৃতীয়, সময় নেন ১০.৪৬ সেকেন্ড।
এই হিট থেকে সেরা দুজন স্প্রিন্টার সরাসরি কোয়ালিফাই করে সেমিফাইনালে উঠেছেন। এর মধ্যে দ্বিতীয় হয়ে সেমিফাইনালে পৌঁছান ওয়েলসের জারমিই আজু। তিনি সময় নেন ১০.৩৫ সেকেন্ড। আজুর চেয়ে ০.১১ সেকেন্ড বেশি সময় নিয়ে দৌড়েছেন ইমরানুর রহমান। সব মিলিয়ে হিটে অংশ নেওয়া ৭০ জন স্প্রিন্টারের মধ্যে ইমরানুর হয়েছেন ৩৩তম। জানুয়ারিতে দেশের দ্রুততম মানব হন ইমরানুর রহমান।
পারফরম্যান্সে খুব বেশি উন্নতি হয়নি ইমরানুর রহমানের। গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের ওরিগনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপের হিটের প্রিলিমিনারি রাউন্ড থেকে প্রথম রাউন্ডে পৌঁছান তিনি। কিন্তু পরে কুঁচকির চোটে শেষ পর্যন্ত চূড়ান্ত হিটে দৌড়ানো হয়নি তাঁর। সেখানে প্রিলিমিনারি রাউন্ডের বাছাইয়ে ইমরানুর সময় নেন ১০.৪৭ সেকেন্ড।
এবার ইমরানুরের টাইমিংয়ে উন্নতি হয়েছে মাত্র ০.০১ সেকেন্ডের! ঢাকায় গত জানুয়ারি মাসে জাতীয় এ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০.৫০ সেকেন্ড দৌড়ে ইমরানুর গড়েছিলেন নতুন জাতীয় রেকর্ড। সেবার ভেঙেছিলেন ২২ বছরের পুরোনো জাতীয় রেকর্ড। তখন থেকেই বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন তাঁকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছিল।
বার্মিংহামে অন্তত সেমিফাইনালে উঠবেন, এমন একটা স্বপ্ন দেখেছিল ফেডারেশন। কিন্তু ইমরানুরের সেমিফাইনালে ওঠা হলো না। বিদায় নিলেন হিট থেকেই। ৯-১৮ আগস্ট তুরস্কে হবে ইসলামিক সলিডারিটি গেমস। এরপর এই গেমসে অংশ নেবেন ইমরানুর।