রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন

কমনওয়েলথ গেমসে মাবিয়া ও ফাতেমার হাতে বাংলাদেশের পতাকা

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বার্মিংহাম কমনওয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমস কনিয়াতে বাংলাদেশের ক্রীড়াবিদদের ভালো ফলের আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। আসন্ন কমনওয়েলথ গেমসে বাংলাদেশের লাল-সবুজের পতাকা বহন করবেন এস এ গেমসে স্বর্ণপদক বিজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ইংল্যান্ডের বার্মিংহামে আগামী ২৮ জুলাই থেকে ৮ আগস্ট অনুষ্ঠিত হবে অলিম্পিকের পর বিশ্ব ক্রীড়াঙ্গনে দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার এ গেমস।

২২তম এই আসরে ভাল করতে আশাবাদের কথা শুনিয়েছেন বাংলাদেশের কর্তারা। রবিবার বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) মিলনায়তনে সংবাদ সম্মেলনে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা এসব তথ্য জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, ৯ আগস্ট তুরস্কের কোনিয়ায় শুরু হতে যাওয়া ইসলামিক সলিডারিটি গেমসে বাংলদেশের পতাকা বহন করবেন ফেন্সার ফাতেমা মুজিব। ইংল্যান্ডের বার্মিংহাম শহরে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসের ২২তম আসর ও তুর্কিয়ের কনিয়া শহরে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সার্বিক অবস্থান তুলে ধরার লক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন রবিবার ১৭ জুলাই ২০২২ খ্রিঃ রবিবার সংবাদ সম্মেলনের আয়োজন করে।

সংবাদ সম্মেলনে বার্মিংহাম কমনওয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটি গেমস কনিয়াতে অংশ নিতে যাওয়া বাংলাদেশ দলের সার্বিক অগ্রগতি বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা। এরপর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিওএ’র সহ-সভাপতি লেঃ জেনারেল মোঃ মইনুল ইসলাম (অব.), বিওএ’র মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন, বিওএ’র কোষাধ্যক্ষ এ কে সরকার ও ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ড. সিরাজ উদ্দিন মোঃ আলমগীর।

বার্মিংহাম কমনওয়েলথ গেমসে বাংলাদেশ অংশ নেবে অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তলন, কুস্তি ও টেবিল টেনিস এই সাতটি ডিসিপি¬নে। ক্রীড়াবিদ, প্রশিক্ষক, কর্মকর্তাসহ সর্বমোট ৫০ জনের একটি দল বার্মিংহাম কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন এসএ গেমসে একাধিক স্বর্ণপদক বিজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার। তুরষ্কের কনিয়া শহরে অনুষ্ঠিতব্য ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশ অংশ নেবে এ্যাথলেটিকস, আরচ্যারি, ফেন্সিং, জিমনাস্টিকস, হ্যান্ডবল, কারাতে, শ্যুটিং,সাঁতার, টেবিল টেনিস ও ভারোত্তলনসহ মোট ১১টি ডিসিপি¬নে।

খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও চিকিৎসক মিলিয়ে মোট ৮৪ জনের একটি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ইসলামিক সলিডারিটি গেমসের পঞ্চম আসরে। এই আসরে উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পতাকা বহন করবেন ১৩তম এস এ গেমসের ফেন্সিংয়ে সোনাজয়ী ক্রীড়াবিদ ফাতেমা মুজিব। আন্তর্জাতিক ক্রীড়া আসরে শুটিং বরাবরই সাফল্য এনে দিয়েছে বাংলাদেশকে। তবে কমনওয়েলথ গেমসে শুটিং না থাকায় এবং ইসলামিক সলিডারিটি গেমসে শুটিং এর শুধুমাত্র স্কিট ইভেন্ট থাকায় এই দুটো আসরে বাংলাদেশের পদক প্রাপ্তির সম্ভাবনা হ্রাস পেয়েছে।

তবে জিমনাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বিওএ’র সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন জানিয়েছেন, নিউজিল্যান্ডের বাংলাদেশ বংশোদ্ভুত জিমন্যাস্ট আলী কাদের দেখাচ্ছেন পদকের স্বপ্ন। “আলী কাদের একজন আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট। পদকের লড়াইয়ের জন্য যে ৮ জন বাছাই পর্ব থেকে উত্তীর্ণ হয়, তারা প্রত্যেকেই পদক জয়ের দাবীদার। তবে শেষ পর্যন্ত কে পদক জিতবে তা নির্ভর করে ঐ দিন তার পারফরম্যান্সের উপর।

আমরা আশা করছি আলী কাদের শীর্ষ আটে থাকবে” জানিয়েছেন জনাব মামুন। জিমন্যাস্টিকস ছাড়াও আরচ্যারি এবং এ্যাথলেটিক্স ডিসিপি¬নে ভালো ফলের আশাবাদ ব্যক্ত করেছেন অলিম্পিক এসোসিয়েশনের শীর্ষ কর্মকর্তাগণ। আগামী ২০ জুলাই থেকে পর্যায়ক্রমে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা ঢাকা ছাড়বেন। আর ৫ আগস্ট থেকে ফিরতে শুরু করবেন। কমনওয়েলথ গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশনের দায়িত্ব পালন করবেন বিওএ সদস্য আব্দুর রকিব মন্টু।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com