সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:৫৩ অপরাহ্ন

কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার

ছবি- সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: কনটেন্ট ক্রিয়েটর ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গত রোববার বিকালে মাইটিভির চেয়ারম্যান ও তৌহিদ আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বর্তমানে তিনি পুলিশি রিমাণ্ডে রয়েছেন।

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তৌহিদ আফ্রিদি। আন্দোলনকারীদের বিরুদ্ধে বিভিন্ন কনটেন্ট তৈরির অভিযোগ আছে তার বিরুদ্ধে।

এদিকে যাত্রাবাড়ী থানায় আসাদ হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হলো। একই মামলায় তার বাবাকে গ্রেপ্তার দেখানো হয়। বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

রোববার রাতে সিআইডির একাধিক সূত্র জানিয়েছে, সাথী গ্রেপ্তারের পর তৌহিদ আফ্রিদি আত্মগোপনে ছিল। আজ রাতে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়। তাকে রাতেই ঢাকা আনা হবে।

রাত ১১টার দিকে সিআইডি থেকে পাঠানো বার্তায় জানানো হয়, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে সিআইডি। আজ (২৪ আগস্ট) বরিশাল থেকে সিআইডির এক বিশেষ আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় প্রধান আসামী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামী সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে পুলিশের সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন। একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে ডিবি গ্রেপ্তার করে। এ হত্যা মামলায় মোট ২৫ জন ছাড়াও অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com