সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: কচুরিপানায় ভর্তি বিলের পাড় থেকে ২৮ বছর বয়সী এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৪ জুন) দুপুর ১২টায় নবাবগঞ্জের সোনাহাজরা জুবখালী এলাকায় ঢাকা দোহার বাইপাস সড়কের পাশে বিলের পাড় হতে অর্ধনগ্ন লাশ উদ্ধার করা হয়। তবে এখনো এ নারীর কোনো পরিচয় মিলেনি। পুলিশের ধারণা পরকীয়ার জের বা পারিবারিক কলহের কারণে কেউ হত্যা করে লাশ গুমের চেষ্টা করতে পারে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সকাল ১১টায় বিলে কাজ করতে গেলে কৃষকরা কচুরিপানার ভেতর লাশ দেখতে পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এসময় ওই নারীর পরনে নীল সবুজ রংয়ের একটি জামা ছাড়া আর কিছুই ছিল না। লাশ অর্ধগলিত হলেও শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায়। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য দুপুর ২ টায় মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, এখনো লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি। এঘটনায় নবাবগঞ্জ থানায় হত্যা মামলা নেওয়া হয়েছে।