সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০২:১১ অপরাহ্ন
কক্সবাজার প্রিতিনিধ:: কক্সবাজারের পেকুয়ায় পাহাড় ধসে মা ছেলে-মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ আগস্ট) ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মমতাজ বেগম (৩৮), তার মেয়ে মইনা বেগম (১১) ও ছেলে তোহা মিয়ার (৭)।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানান, পেকুয়ার একটি দুর্গম এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে আছে বলেও তিনি জানান।