রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার,ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বুধবার রাতে এক অভিনন্দন বার্তায় ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “ভবিষ্যতেও জয়ের এ ধারা অব্যাহত থাকবে।” ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজে খুব বাজেভাবে হেরে দেশবাসীর মনে যে কষ্ট দিয়েছিল, ঈদের সময় এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে সেই দেশবাসীর মুখে হাসি ফুটিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
এই সাফল্যে লাল-সবুজ ক্রিকেটবাহিনীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল-এমপি।
এছাড়া বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। এক বার্তায় বাফুফে জানায়, “বাফুফে আশা করে এই জয়ের ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের সুনাম আরও অধিকতর বৃদ্ধি করবে।”