রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ গায়ানায় ১৭ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ হওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল। ৩ ম্যাচের ৩ ইনিংসে ১১৭ রান করেন তামিম। স্পিন সহায়ক উইকেটে স্পিনারদের দাপটের মাছে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ায়, সিরিজ সেরার পুরস্কার জিতেছেন তামিম।
দ্বিতীয় ওয়ানডেতে করা ৫০ রানই তার সেরা ইনিংস। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক নিকোলাস পুরানের। তামিমের মত ১টি হাফ-সেঞ্চুরিতে ৯১ রান করেন তিনি। শেষ ওয়ানডেতে ৭৩ রানের ইনিংস খেলেন পুরান। পুরো সিরিজে ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ রানও এটি।
তৃতীয় সর্বোচ্চ ৮৩ রান করেছেন বাংলাদেশের লিটন দাস। তামিম-পুরানের পর সিরিজের তৃতীয় হাফ-সেঞ্চুরিয়ান ছিলেন লিটন। শেষ ওয়ানডেতে ৫০ রানের ইনিংস খেলেছিলেন লিটন।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার ম্যাচ ইনিংস রান গড় সর্বোচ্চং
তামিম ইকবাল (বাংলাদেশ) ৩ ৩ ১১৭ ৫৮.৫০ ৫০*
নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ) ৩ ৩ ৯১ ৩০.৩৩ ৭৩
লিটন দাস (বাংলাদেশ) ৩ ৩ ৮৩ ৪১.৫০ ৫০
মাহমুদুল্লাহ রিয়াদ (বাংলাদেশ) ৩ ৩ ৬৭ ৬৭.০০ ৪১*
নাজমুল হোসেন শান্ত (বাংলাদেশ) ৩ ৩ ৫৮ ১৯.৩৩ ৩৭