মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

ওয়ালটন স্বাধীনতা দিবস কুস্তি মঙ্গলবার শুরু

স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ২৯ মার্চ মঙ্গলবার থেকে ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতা (পুরুষ ও মহিলা)’। শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা ৩১ মার্চ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।

২৮ মার্চ সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাবিউর রহমান পালোয়ান, সহ-সভাপতি নজরুল ইসলামসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় ওয়ালটন স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতার নারী ও পুরুষ বিভাগে ১০টি করে মোট ২০টি ওজন শ্রেণিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যেখানে দেশের বিভিন্ন বিভাগ, জেলা, ক্লাব ও সংস্থার শতাধিক নারী ও পুরুষ কুস্তিগীর অংশ নিবেন।

পুরুষ বিভাগের ১০টি ওজন শ্রেণি হলো- ৫৭, ৬১, ৬৫, ৭০, ৭৪, ৭৯, ৮৬, ৯২, ৯৭ ও ১২৫ কেজি। নারীদের ১০টি ওজন শ্রেণি হলো- ৫০, ৫৩, ৫৫, ৫৭, ৫৯, ৬২, ৬৫, ৬৮, ৭২ ও ৭৬ কেজি।

প্রতিটি ওজন শ্রেণির বিজয়ীদের মেডেল দেওয়া হবে। দলগতভাবে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি দেওয়া হবে। এ ছাড়া বিজয়ীদের ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে উৎসাহিত করা হবে।

সংবাদ সম্মেলনে এক বক্তব্যে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশনের সঙ্গে আমরা ওয়ালটন পরিবার নিয়মিত কাজ করার চেষ্টা করছি। বিভিন্ন প্রতিযোগিতা আয়োজন করছি। এবারও আমরা রেসলিংয়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। চারদিন ব্যাপী এই ওয়ালটন স্বাধীনতা দিবস উন্মুক্ত কুস্তি প্রতিযোগিতার সফল সমাপ্তি ও সাফল্য কামনা করছি।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com