সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ সোমবার ১৬ মে শুরু হয়েছে ‘ওয়ালটন দ্বিতীয় জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতা। শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এসময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসা ও বাংলাদেশ সেস্টোবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে গ্রুপপর্বের খেলা শেষ হয়েছে। সেখান থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, পরান মকদুম স্পোর্টিং ক্লাব ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। আগামীকাল সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ লড়বে জামালপুরের বিপক্ষে। আর আনসার লড়বে পরান মকদুমের সঙ্গে।
প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। এ ছাড়া সেরা খেলোয়াড়দের পুরস্কৃত করা হবে।
এবারের এই ওয়ালটন দ্বিতীয় জাতীয় নারী সেস্টোবল প্রতিযোগিতায় ১০টি দল অংশ নিয়েছে। দলগুলো হলো- বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, শেখ রাসেল স্পোর্টিং ক্লাব, মা মুনি স্পোর্টিং ক্লাব, পরাণ মকদুম স্পোর্টিং ক্লাব, জামালপুর ক্রীড়া সংস্থা, ঢাকা জেলা, জহিরুল ইসলাম স্পোর্টিং একাডেমি, মিরপুর সেস্টোবল স্পোর্টস একাডেমি ও নারায়ণগঞ্জ স্পোর্টস ক্লাব।