শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

ওয়ালটন ঢাকা মহানগর টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার থেকে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ ওয়ালটন ঢাকা মহানগর টেবিল টেনিস প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে তিনটি বিভাগে ৫১টি দলের অংশগ্রহণে সাত দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১৯ অক্টোবর পর্যন্ত।

প্রতিযোগিতার বিস্তারিত জানাতে আজ বুধবার (১২ অক্টোবর) এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সম্মেলন কক্ষে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. আসাদুজ্জামান বাদশাসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের ওয়ালটন ঢাকা মহানগর টেবিল টেনিস লিগ তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। সেগুলো হলো- প্রিমিয়ার ডিভিশন, মহিলা বিভাগ ও প্রথম বিভাগ। তার মধ্যে প্রিমিয়ার ডিভিশনে ১০টি দল অংশ নিবে। মহিলা বিভাগে অংশ নিবে ৯টি দল। আর প্রথম বিভাগে খেলবে মোট ৩২টি দল।
প্রিমিয়ার ডিভিশনের দলগুলো হলো- শেখ রাসেল ক্রীড়া চক্র, পুলিশ ক্লাব, পাললিক, এজাক্স এসসি, উত্ত টি ক্লাব, আরমানিটোলা জে এস, ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব, অরুনিমা স্পোর্টস ওয়ার লিমিটেড, ওয়ারি ক্লাব জুনিয়র ও টেবিল টেনিস ক্লাব অব আরসি ধানমন্ডি সেন্ট্রাল।

মহিলা বিভাগের দলগুলো হলো- আবাহনী লিমিটেড, পুলিশ ক্লাব, জে বি এল ৭১, ঢাকা ইয়াংস ক্লাব, বেঙ্গল ওয়ারীয়র ক্লাব, সোহেল স্মৃতি সংসদ, বেগম আনোয়ারা স্পোর্টিং ক্লাব ও প্রীতি টেবিল টেনিস ক্লাব।

প্রথম বিভাগের দলগুলো হলো- অফিসার্স ক্লাব ঢাকা, ইলেভেন স্টার রংপুর, ব্যাটম্যান ক্লাব, টিম বিপিএল, লিংকার্স, পুলিশ প্লাটিনাম ক্লাব, ল্যাবএইড, নন্দন কুমার দত্ত রোড প্রগতি সংঘ, বাংলাদেশ কেমিক্যাল, ইঞ্জিনিয়ারিং রিক্রিয়েশন সেন্টার, স্মাস স্টেশন টেবিল টেনিস ক্লাব, লেক সিটি টেবিল টেনিস কিংস, মোহাম্মদপুর টেবিল টেনিস ভিক্টরি, টিম অ্যাডভেঞ্জার্স টিটি, পলাশ মেমোরিয়াল টিটি, লালবাগ টেবিল টেনিস একাডেমি, লিংকওয়ে স্পোর্টিং ক্লাব, গ্রীন পয়েন্ট টেবিল টেনিস, রেভ টেবিল টেনিস, ট্রাভিলো, বেঙ্গল ওয়ারিয়র ক্লাব, নভোএয়ার টেবিল টেনিস ক্লাব, মুনসুর স্পোর্টিং ক্লাব, প্রমিজিং জুনিয়র্স, সিনথিয়া স্পোর্টিং ক্লাব, কম্বাইন্ড স্পোর্টিং, বান্টি স্পোর্টিং ক্লাব, টিটি একাডেমি, সাউথ-ইস্ট টিটি, তাজ টিটি একাডেমি, জাহাঙ্গীর বিল্ডার্স লিমিটেড ও বিজয় টিটি একাডেমি।

উল্লেখ্য, এবারের লিগে ক্লাবের হয়ে বিদেশি কোনো খেলোয়াড় অংশ নিতে পারছেন না।

সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘ টেবিল টেনিস ফেডারেশনের সাথে আমাদের ওয়ালটন পরিবারের পথচলা অনেক আগে শুরু হয়েছিল। সেই ২০১৩ সালে উন্মুক্ত টেবিল টেনিস প্রতিযোগিতায় পৃষ্ঠপোষকতার মধ্য দিয়ে শুরু। এরপর ২০১৪ সালে ঢাকা মহানগর টেবিল টেনিস প্রতিযোগিতা পৃষ্ঠপোষকতা করেছিলাম। এরপর অল্প-বিস্তর টেবিল টেনিস ফেডারেশনের সঙ্গে আমাদের কাজ করা হয়েছে। আবার বড় পরিসরে টেবিল টেনিস ফেডারেশনের সঙ্গে যুক্ত হলাম। আশা করছি অত্যন্ত ফলপ্রসু ও সফলভাবে এই প্রতিযোগিতা পরিসমাপ্তির দিকে এগিয়ে যাবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com