মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কন্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ১০ এপ্রিল রবিবার ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় সপ্তম রাউন্ডের খেলা বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষ ও জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলাস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সপ্তম রাউন্ডের খেলা শেষে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ছয় পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও বাংলাদেশ নৌবাহিনী ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।
অষ্টম রাউন্ডের খেলা আগামীকাল সোমবার (১১ এপ্রিল) দুপুর ২টা থেকে একই স্থানসমূহে শুরু হবে।
এবারের এই প্রতিযোগিতায় ২ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার, ৬ জন ফিদে মাস্টার, ১ জন মহিলা ফিদে মাস্টার ও ৬ জন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১২০ জন দাবাড়– অংশগ্রহণ করছেন। ৯দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। ৯ রাউন্ড-সুইস-লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় প্রাইজমানি রয়েছে ২ লাখ টাকার। এ ছাড়াও রয়েছে ওয়ালটন গ্রুপের গিফট সামগ্রী।