মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারশনের আয়োজনে আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা সোমবার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষ ও জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো ভবনের সভাকক্ষে শুরু হয়। ৪ মার্চ মঙ্গলবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের দাবা ফেডারেশনের দাবা ক্রীড়াকক্ষে প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রথম রাউন্ডের খেলা শেষে ৬৬ দাবাড়ু স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেন। প্রথম রাউন্ডের খেলায় গ্র্যান্ডমাস্টার জিয়া আল সাহিদকে, গ্র্যান্ডমাস্টার রাজীব সাইফকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ মালেককে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ মনিরকে, ফিদেমাস্টার পরাগ আলোকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ মৃদুলকে, ফিদেমাস্টার নাসির ফারুককে, ক্যান্ডিডেট মাস্টার দিহান ওসমানকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় রেজোয়ানকে ও মহিলা ফিদেমাস্টার নোশিন রশিদকে হারান। খুশবু আবজিদের সঙ্গে ড্র করেন।
এবারের এই প্রতিযোগিতায় ২ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার, ৬ জন ফিদে মাস্টার, ১ জন মহিলা ফিদে মাস্টার ও ৬ জন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১২০ জন দাবাড়– অংশগ্রহণ করছেন। ৯ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। ৯ রাউন্ড-সুইস-লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় প্রাইজমানি রয়েছে ২ লাখ টাকার। এ ছাড়াও রয়েছে ওয়ালটন গ্রুপের গিফট সামগ্রী।