মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৪ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা ৭ মার্চ বৃহস্পতিবার বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষ ও জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলাস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
চার রাউন্ড শেষে ৬ জন খেলোয়াড় পূর্ণ চার পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেন- গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ক্যান্ডিডেট মাস্টার মো. শরীফ হোসেন। সাড়ে তিন পয়েন্ট কওে নিয়ে ৩ জন খেলোয়াড় মিলিতভাবে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেন- আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, অভিক সরকার ও আসিফ মাহমুদ।
আগামীকাল শুক্রবার পঞ্চম রাউন্ডের খেলা দুপুর ২টা থেকে একই স্থানসমূহে শুরু হবে।
এবারের এই প্রতিযোগিতায় ২ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার, ৬ জন ফিদে মাস্টার, ১ জন মহিলা ফিদে মাস্টার ও ৬ জন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১২০ জন দাবাড়– অংশগ্রহণ করছেন। ৯ দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে ১২ এপ্রিল পর্যন্ত। ৯ রাউন্ড-সুইস-লিগ পদ্ধতিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় প্রাইজমানি রয়েছে ২ লাখ টাকার। এ ছাড়াও রয়েছে ওয়ালটন গ্রুপের গিফট সামগ্রী।