মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: ঘরের মাঠে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সাত থেকে ছয়ে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু তামিম ইকবালরা আফগানদের হারাতে পেরেছিল ২-১ ব্যবধানে। গতকাল অস্ট্রেলিয়ার কাছে প্রথম ওয়ানডেতে পাকিস্তান হেরে যাওয়ায় সেটি সৌভাগ্য বয়ে এসেছে বাংলাদেশ শিবিরে। ৫ বছর পর র্যাঙ্কিংয়ের ছয়ে উঠেছে বাংলাদেশ। সর্বশেষ ২০১৭ সালে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারিয়ে লাল-সবুজ দল ছয়ে উঠেছিল।
অবশ্য র্যাঙ্কিং টেবিলে বাংলাদেশ-পাকিস্তানের রেটিং পয়েন্টের ব্যবধান একই। পাকিস্তান প্রথম ওয়ানডেতে হেরে যাওয়ায় ভগ্নাংশের হিসেবে এগিয়ে গেছে বাংলাদেশ। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় ২-১-এ ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জেতা বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩৬ ম্যাচে ৯৩.০৬; পাকিস্তানের ৯৩। ফলে এই উত্থান-পতন ক্ষণস্থায়ী। তবে পরের ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে রেটিং আরও কমে যাবে পাকিস্তানের। এদিকে ওয়ানডেতে মেয়েদের অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সু-খবর দিয়েছেন সালমা খাতুনও। ৭ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ১৯তম স্থানে।
এক নজরে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং:
১. নিউজিল্যান্ড (রেটিং ১২১)
২. ইংল্যান্ড (রেটিং ১১৯)
৩. অস্ট্রেলিয়া (রেটিং ১১৭)
৪. ভারত (রেটিং ১১০)
৫. দক্ষিণ আফ্রিকা (রেটিং ১০২)
৬. বাংলাদেশ (রেটিং ৯৩)
৭. পাকিস্তান (রেটিং ৯৩)
৮. শ্রীলঙ্কা (রেটিং ৮১)
৯. ওয়েস্ট ইন্ডিজ (রেটিং ৭৭)
১০. আফগানিস্তান (রেটিং ৬৮)