মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন
মুজিবুর রহমান বাবু, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বাজেভাবে হার হয়েছে। দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জয়ের সঙ্গে সিরিজও জিতে নিয়েছে। বাংলাদেশ ইতিহাস গড়েছে । সেই স্মৃতি নিয়েই এখন বাংলাদেশে ফিরছেন তামিম, মমিনুল, মুশফিক, লিটনরা।
এই বছরের বাংলাদেশ দলটা আগে দক্ষিণ আফ্রিকায় খেলে যাওয়া বাংলাদেশ দলের চেয়ে আলাদা’সিরিজ জয়ের ইতিহাস গড়ার পর একসঙ্গে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ
তবে আগেই জানা গেছে ক্রিকেটারদের সঙ্গে কোচিং স্টাফরা ফিরবেন না। আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ঘরের মাঠে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্টের সিরিজের আগেই তারা যোগ দেবেন বাংলাদেশ দলের সঙ্গে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় বেশ কিছু ক্রিকেটার ফিরেছেন্ বাকিরা বিকেল টায় ফিরবেন। প্রথম ওয়ানডে জিতেই দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা স্বপ্নের মতো হয়েছে, সেটাকে ঐতিহাসিক অর্জনে রূপ দিয়ে তামিম ইকবালের দল ২-১ ব্যবধানে সিরিজ জিতে। কিন্তু মুমিনুল হকের নেতৃত্বে দুই টেস্টেই দ্বিতীয় সারির দলে পরিণত হওয়া প্রোটিয়াদের কাছে শোচনীয় পরাজয় বরণ করে। দেশে পা রেখে বিমানবন্দরে এই পরাজয়ের ব্যাপারে সাফাই দিতে গিয়ে মুমিনুল স্বীকার করেন আরও অনেক উন্নতি করতে হবে বাংলাদেশকে। তবে ৫৩ ও ৮০ রানের দুটি লজ্জাজনক সংগ্রহে দল দুই টেস্টের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যাওয়ার পরেও তিনি দাবি করেছেন এটা সতর্কবার্তা নয়। হার-জিত থাকবেই, তবে শেখার অনেক কিছু আছে সবসময় এমনটাই মনে করেন মুমিনুল।
তিন ধাপে তিন গ্রুপে ক্রিকেটাররা ফিরেছেন। প্রথম ধাপে এক গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, তৃতীয় ধাপে আরও এক গ্রুপ বৃহস্পতিবার বিকাল ৫ টায় দেশে ফিরবেন।
ওয়ানডে সিরিজের সেরা তাসকিন আহমেদ
দক্ষিণ আফ্রিকা সফরে এবার শেষ দিকে বাংলাদেশ দল এলোমেলো অবস্থা হলেও শুরুতে দারুন খেলেছে। সফরের শেষ দিকে প্রথম টেস্টে ২২০ রানে ও দ্বিতীয় টেস্টে ৩৩২ রানে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতে কম শক্তির দক্ষিণ আফ্রিকা দল পেয়েও টেস্ট সিরিজে ভালো করতে পারেনি। তবে ওয়ানডে সিরিজ জয়ে যে ইতিহাস হয়েছে, তা নিয়ে ফেরা যাচ্ছে।
‘স্পিন কোন দিক দিয়ে খেলতে হবে ওইটা আমরা বুঝি না’টেস্ট সিরিজে ভালো করতে না পারায় হতাশ বাংলাদেশ টেস্ট অধিনায়ক মুমিনুল হক
মুশফিকের রিভার্স সুইপে অসন্তোষ, খর্ব শক্তির দক্ষিণ আফ্রিকাকে হারানোর সুযোগ হাতছাড়ায় আক্ষেপ!টেস্ট সিরিজে মুশফিকুর রহিমও হতাশ করেছেন
ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে জয়ের পরই ইতিহাস গড়েছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জিতেছে। দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হারে। সিরিজে সমতা আসে। তৃতীয় ওয়ানডে ৯ উইকেটে জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা। দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে। সেই ইতিহাস গড়ার স্মৃতি নিয়ে ফিরছেন টাইগাররা।