বুধবার, ৩০ Jul ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিনের সরকারি নম্বর ক্লোন করে আওয়ামী লীগ প্রার্থীদের কাছ থেকে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় গোবিন্দগঞ্জ পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি ও ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগের বরাত দিয়ে পুলিশ জানায়, শনিবার সকালের দিকে একটি প্রতারক চক্র গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিনের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে তিন ইউনিয়নের নৌকার প্রার্থীকে ফোন করেন। আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে নৌকার প্রার্থীদের জিতিয়ে দেওয়ার আশ্বাস দেয় প্রতারক চক্রটি।
এদের মধ্যে মহিমাগঞ্জ ইউনিয়নের নৌকার প্রার্থী মুন্সি রেজওয়ান রহমান প্রতারকের ফাঁদে পা দিয়ে ছয় নম্বরে ২ লাখ ৮০ হাজার টাকা পাঠিয়ে দেন। বাকী দুই ইউনিয়নের নৌকার প্রার্থী নিশ্চিত হওয়ার জন্য গোবিন্দগঞ্জ থানার ওসির ব্যক্তিগত নম্বরে কথা বলেন। তিনি পুরো ঘটনাটি প্রতারণা বলে জানান।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, নির্বাচনের আগে প্রতারকরা এই ধরনের কৌশলের আশ্রয় নিয়ে থাকে। তাই সবাইকে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভুক্তভোগী নৌকার প্রার্থী মুন্সি রেজওয়ান রহমান থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।