বৃহস্পতিবার, ৩১ Jul ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন

ওসির গোপন মদদে শতাধিক ড্রেজার মেশিনে খনিজ বালি পাথর চুরির অভিযোগ

ওসির গোপন মদদে শতাধিক ড্রেজার মেশিনে খনিজ বালি পাথর চুরির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ থেকে:: সীমান্ত নদী জাদুকাটায় রাতের আঁধারে খনিজ বালি উক্তোলনকালে পরিবেশ ধ্বংসী দুই ড্রেজার মেশিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত আড়াইটায় সুনামগঞ্জের তাহিরপুরের সোহালা গ্রামসংলগ্ন জাদুকাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কাঠের তৈরী দেশীয় ট্রলারে যুক্ত করা ১০ লাখ টাকা মুল্যে দুটি ড্রেজার জব্দ করা হয়।

এরপর তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আবুল হাসেম জনসম্মুখে ওই দুটি ড্রেজার মেশিন আগুনে পুড়িয়ে ধ্বংস করেন।

অভিযোগ রয়েছে আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের শাসনামলে বিএনপি নেতা সাবেক এক বালি পাথর খেকো চেয়ারম্যান লালিত লোকজন দিয়ে গোপনে ড্রেজার প্রতি চাঁদা নিয়ে প্রায় রাতেই থানার ওসি দেলোয়ার হোসেন, বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আবুল কালাম চৌধুরীকে ম্যানেজ করে জাদুকাটা নদীর পশ্চিম-পূর্ব পাড়ের সোহালা, কুনাট ছড়া, পাঠানপাড়া, ঘাগড়া, গড়কাটি, মোদেরগাঁও, বিন্নাকুলি, রাজারগাঁও, সত্রিশ, মিয়ারচর গ্রামের সামনে কমপক্ষে শতাধিক ড্রেজার মেশিন লাগিয়ে বালি মহাল ইজারাবহি:র্ভুত সীমানা থেকে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ খনিজ বালি পাথর চুরি করাচ্ছেন।

মঙ্গলবার তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ আবুল কালাম চৌধুরীর বক্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি বলেন, জাদুকাটা নদীতে ড্রেজার চালানোর বিষয়ে আমি কিছুই জানিনা, ওসি স্যার সবই জানেন, স্যারকে জিজ্ঞাসা করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com