রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিংয়ের পর র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন পাকিস্তানি পেসার শাহীন আফ্রিদি। ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে শীর্ষে জায়গায় করে নিয়েছেন তিনি। তাতে যে কোনও ফরম্যাটে এবারই প্রথম শাহীন র্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটি দখলে নিয়েছেন।
২৩ বছর বয়সী শাহীনের পর দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড। তিনে আছেন ভারতের মোহাম্মদ সিরাজ।
মঙ্গলবার পাকিস্তানের ৭ উইকেটে জয়ের দিনে বাংলাদেশের বিপক্ষে ২৩ রানে তিন উইকেট নিয়েছেন শাহীন। এদিন তিনি বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে দ্রুততম উইকেটের সেঞ্চুরিও পূরণ করেছেন। তাছাড়া বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারিও এখন তিনি। ১৬ উইকেট নিয়ে তার পাশে আছেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা।
শাহীন এক নম্বরে পৌঁছাতে পেছনে ফেলেছেন জশ হ্যাজলউডকে। তাতে এক ধাপ করে পেছনে গেছেন সিরাজ ও কেশব মহারাজও। মহারাজ এখন চারে অবস্থান করছেন।