রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৬:২০ পূর্বাহ্ন

ওয়ানডে থেকে অবসর নিলেন ম্যাক্সওয়েল

ওয়ানডে থেকে অবসর নিলেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক, একুশের কণ্ঠ:: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সংস্করণটির অন্যতম বিধ্বংসী ব্যাটার গ্লেন ম্যাক্সওয়েল। আগামী বছর ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে এবং বিগ ব্যাশসহ অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগে বেশি মনোযগী হওয়ার লক্ষ্যে আজ সোমবার অবসরের ঘোষণা দেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

অস্ট্রেলিয়ার হয়ে ১৪৯টি ওয়ানডেতে মাঠে নেমেছেন ম্যাক্সওয়েল। যেখানে ৪ সেঞ্চুরিতে ৩ হাজার ৯৯০ রান করেন তিনি। ওয়ানডেতে তার ব্যাটিং স্ট্রাইকরেট ১২৬। সংস্করণটির ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ। এই দিকে তার ওপরে কেবল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব আন্দ্রে রাসেল। বল হাতেও মন্দ করেননি অফ স্পিনার ম্যাক্সি। ৫.৪৬ ইকোনমিতে ৭৭ উইকেট ঝুলিতে আছে তার।

মুম্বাইয়ে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে করা তার ম্যাচজয়ী ডাবল সেঞ্চুরি ওয়ানডে ক্রিকেটের সর্বকালের সেরা ইনিংসের একটি হিসেবে বিবেচিত। তাছাড়া ২০১৫ ও ২০২৩ বিশ্বকাপ জিতেও ইতিহাসের অংশ হয়ে আছেন তিনি।

মূলত, এত দ্রুত অবসরের কারণ হিসেবে ইনজুরিকেও দায়ী করেছেন ম্যাক্সওয়েল। শরীর যে আগের মতো সায় দিচ্ছে না সেটি বুঝতে পেরেছিলেন এ বছরে হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতেই। আগামী বিশ্বকাপের আরও ২ বছর। এতটা ঝুকি আসলে নিতে চাননি ম্যাক্সওয়েল।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com