বুধবার, ০৬ অগাস্ট ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন

ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি বিশ্ববাসীর কাছে দোয়া চেয়েছেন ইউনুস আলী খান

ই-কণ্ঠ অনলাইন ডেস্ক::

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থার আরও উন্নতি হয়েছে।
ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নাসির রিজভী জানিয়েছেন, মন্ত্রীর কিডনি ও রক্তে সংক্রমণের যে সমস্যাগুলো ছিল, তাও এখন অনেকটা নিয়ন্ত্রণে চলে এসেছে।
তবে কবে নাগাদ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি কবে করা সম্ভব হবে, তা বুঝতে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ জানিয়েছেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত রোববার সকালে শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি হন। সেখানে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।
এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেন চিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে সোমবার বিকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার আম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুরে।
সেদিন রাতেই মাউন্ট এলিজাবেথ হাসপাতালের চিকিৎসকরা ওবায়দুল কাদেরের জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করে চিকিৎসা শুরু করেন।
মঙ্গলবার পরীক্ষা-নিরীক্ষার পর তারা বলেন, কাদেরের কিডনিতে কিছু জটিলতা এবং রক্তে সংক্রমণ ধরা পড়েছে। সেগুলো নিয়ন্ত্রণ করে আগামী কয়েক দিনের মধ্যে তারা বাইপাস সার্জারি করার কথা ভাবছেন।
বুধবার মাউন্ট এলিজাবেথের চিকিৎসকদের সঙ্গে বসে সেতুমন্ত্রীর সর্বশেষ অবস্থা জানার পর সেখানে সাংবাদিকদের ব্রিফ করেন বঙ্গবন্ধু মেডিকেলের ডা. আবু নাসির রিজভী।
তিনি বলেন, “সব প্যারামিটার্সগুলো দিন দিন ভালোর দিকেই যাচ্ছে। উনার কিডনি এখন খুবই স্টেবল আছে। উনার ইনফেকশনের রেট এখন অনেক কমে গেছে। ব্লাড কাউন্ট যেটা ২৬ হাজার ছিল সেটা এখন ১২ হাজারে চলে আসছে। ইউরিন আউটপুটও ভালো আছে। হার্টের কনডিশন, প্রেসার এবং হার্টবিট এখন খুব ভালো আছে।”
ডা. রিজভী বলেন, সেতুমন্ত্রীর চিকিৎসার জন্য তার শরীরের সঙ্গে যে ‘আর্টিফিশিয়াল ডিভাইসগুলো’ লাগানো রয়েছে সেগুলো আগামী ২/১ দিনের মধ্যে খুলে ফেলার কথা ভাবছেন সিঙ্গাপুরের চিকিৎসকরা।
“হয়তো কালকে কিছু খুলে ফেলবে। আগামী শুক্রবার দিন বাকিগুলো খুলে ফেলবে।”

ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান, সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও নিজাম হাজারী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদ এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে বুধবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদেরের শারিরিক অবস্থা সম্পর্কে তথ্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
তিনি বলেন, মাউন্ট এলিজাবেথের ডাক্তারদের মতামত তারা ডা. আবু নাসের রিজভীর কাছ থেকে নিয়মিতভাবে জানতে পারছেন।
“কাদের ভাইয়ের সব অর্গান কাজ করছে। সব ঠিক থাকলে কাদের ভাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন।”
সংবাদ সম্মেলন শেষে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ বলেন, বাইপাস সার্জারির বিষয়ে মেডিকেল বোর্ড এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। শুক্রবারের আগে সেই সিদ্ধান্ত জানা যাবে না।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপপ্রধান তথ্য কর্মকর্তা আবু নাছের জানান, মন্ত্রীর সর্বশেষ অবস্থা জানাতে বৃহস্পতিবার দুপুরে আবার ব্রিফ করবে মাউন্ট এলিজাবেথের মেডিকেল বোর্ড।
জার্মান আওয়ামীলীগের সহ.সভাপতি, জার্মান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের (কেন্দ্রিয় কমিটি) আন্তর্জাতিক সম্পাদক ইউনুস আলী খান ই-কণ্ঠ২৪ কে বলেন- জননেতা ওবায়দুল কাদের গণমানুষের নেতা। তিনি বাংলাদেশ গঠনে অসংখ্য ভূমিকা পালন করেছেন। বাংলাদেশ আওয়ামীলীগের তিনি অন্যতম একজন ত্যাগী নেতা। আমরা জার্মান আওয়ামীলীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সহ সকল সংগঠন এবং প্রবাসীগণ এই মহান ব্যক্তির রোগমুক্তি কামনা করছি। সকলের দোয়া এবং মহান আল্লাহর রহমতে অবশ্যই আমাদের প্রিয় নেতা আবার আমাদের মাঝে সুস্থ্য সবল দেহে ফিরে আসবেন। আমরা আশাবাদি তিনি আবারও সুস্থ্য হয়ে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com