শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক:: বলিউডের দুই অভিনেত্রী সোনম কাপুর ও আলিয়া ভাট মা হতে চলেছেন। সোনমের সন্তান আসার দিন খুবই নিকটে, অন্যদিকে আলিয়া রয়েছেন প্রেগন্যান্সির প্রথম পর্যায়ে। এর বাইরে সম্প্রতি ঐশ্বরিয়া রাই বচ্চন, কারিনা কাপুর ও ক্যাটরিনা কাইফদের মা হতে যাওয়ার গুঞ্জন ছড়িয়েছে। যদিও তাদের কেউই এ খবরে সিলমোহর দেননি।
সেই আলোচনার মধ্যেই নতুন গুঞ্জন, ‘কুছ কুছ হোতা হ্যায়’ সিনেমার নায়িকা রানি মুখার্জীও নাকি ফের মা হতে চলেছেন। সম্প্রতি মুম্বাইয়ের সিদ্ধি বিনায়ক মন্দিরে পাপারাৎজিদের তোলা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে রানির ফের অন্তঃসত্ত্বা হওয়ার খবরও ছড়িয়ে পড়ে। কিন্তু কতটা সত্যি এ গুঞ্জন?
এক পাপারাৎজির ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিওতে ‘ফ্লাওয়ার প্রিন্টেড’ সবুজ রঙের সারারা সালোয়ারে দেখা গেছে রানি মুখার্জীকে। গায়ের উপর আলগোছে ফেলা রয়েছে গোলাপি রঙের ওড়না। সেটি দিয়েই বারবার রানিকে নিজের স্ফীত পেট ঢাকতে দেখা যায়। তাতেই ফিসফাস শুরু হয়েছে, নায়িকা ফের মা হতে চলেছেন।
বহুদিন ধরেই লাইমলাইট থেকে দূরেই রয়েছেন রানি মুখার্জী। শেষবার তাকে করণ জোহরের ৫০ বছরের জন্মদিনের পার্টিতে দেখা গিয়েছিল। বহুদিন পর অভিনেত্রীকে দেখে তাই ঘিরে ধরেন পাপারাৎজিরা। পাপারাৎজিরা তাকে ঘিরে ফেলতেই সবসময়ের মতো এবারও তিনি মাস্ক সরিয়ে হাসিমুখে পোজ দেন।
এর আগেও বহুবার রানি মুখার্জীকে সিদ্ধি বিনায়ক মন্দিরে পূজো দিতে দেখা গেছে। তবে কেউ বলছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে নয়, তার নতুন ছবি ‘মিসেস চ্যাটার্জী বনাম নরওয়’’ খুব শিগগির মুক্তি পাবে। সে কারণেই তিনি পূজো দিতে গিয়েছিলেন। বহুবছর পর যশরাজ ব্যানার থেকে বের হয়ে নিখিল আডবাণী প্রযোজিত এই ছবিতে অভিনয় করেছেন রানি।
এর আগে ২০১৮ সালে রানিকে দেখা গিয়েছিল ‘হিচকি’ ছবিতে। একা হাতেই সে ছবিকে বক্স অফিসে সুপার হিট বানিয়েছিলেন আদিত্য চোপড়ার ঘরণী। এই তারকা দম্পতির এক কন্যাসন্তান। নাম আদিরা। ২০১৫ সালে তার জন্ম হয। বর্তমানে আদিরার বয়স ৬ বছর।
যদিও মেয়ে বেশি লাইম লাইটে থাকুক, তা একেবারেই পছন্দ করেন না আদিত্য চোপড়া। তাই অন্যান্য তারকা সন্তানদের মতো আদিরাকে একেবারেই ক্যামেরার থেকে দূরে রাখেন বিখ্যাত এই প্রযোজক। গত বছর ঘটা করে মেয়ের জন্মদিন পালন করেন রানি। সেখানে অন্যান্য তারকা সন্তানদের দেখা গেলেও ‘বার্থ ডে গার্ল’ আদিরার কোনো ছবি প্রকাশ পায়নি।