শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

এ সরকার সারাদেশে ডায়াবেটিস হাসপাতালগুলোর উন্নয়ন করছে -মেনন

জয় মহন্ত অলক, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ডায়াবেটিস রোগীদের সুস্থ্য ধারায় জীবন যাপনের লক্ষ্যে সারাদেশে ডায়াবেটিস হাসপাতাল গুলোর ব্যাপক উন্নয়ন করছে বর্তমান সরকার। ডায়াবেটিস এখন মহামারি রোগে পরিণত হয়েছে। তাই ডায়াবেটিস হাসপাতালগুলো উন্নয়নে সরকারের পাশাপাশি এলাকার বিত্তবানদের এগিয়ে আসতে হবে।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডায়াবেটিস হাসপাতাল উন্নয়নকল্পে এক আলোচনা সভায় এসব কথা বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাসেদ খান মেনন।

মঙ্গলবার দুপুর ১২ টায় পীরগঞ্জ ডায়াবেটিস সমিতির আয়োজনে ডায়াবেটিস হাসপাতালে মাঠে এসব কথা বলেন তিনি। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির পলিড ব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি ও ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এ ডব্লিউ এম রায়হান শাহ্, ডায়াবেটিস হাসপাতালের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভাইস প্রিন্সিপাল ফয়জুল ইসলাম, সাবেক কাউন্সিলর সলেমান আলী প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com