রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
আবুল বাশার শেখ, ভালুকা প্রতিনিধি (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় ‘ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৮ ব্যাচের উদ্দ্যোগে শনিবার (৯ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে এতিম, অসহায় ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
মল্লিকবাড়ী ইউনিয়নের বর্তা জামিয়া ইসলামীয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এস এস সি ৯৮ ব্যাচ এর সভাপতি আব্দুল্লাহ আল কাফি খান আসিফের সভাপতিত্বে অনুষ্ঠিত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শীতবস্ত্র বিতরণ কমিটির আহবায়ক নেওয়াজ শরিফ, সদস্য আসাদ উল্লাহ্ চৌধুরী মাসুদ, নিজাম উদ্দিন, মাজাহারুল ইসলাম আপন, সোহেল রানা, শরিফুল ইসলাম, শামছুজ্জামান তারেক, রফিকুল ইসলাম টিটু, মতিউর রহমান নয়ন সহ ৯৮ ব্যাচের শিক্ষার্থীরা।
ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৯৮ ব্যাচের সভাপতি আব্দুল্লাহ্ আল কাফি খান আসিফ জানান, স্কুলের এস এস সি ৯৮ ব্যাচের বন্ধুদের উদ্দ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বর মাস ব্যাপী উপজেলার বিভিন্ন মাদ্রাসার এতিম, অসহায় এবং বিভিন্ন এলাকার হত দরিদ্র, ছিন্নমূল শীতার্তদের মাঝে পর্যায়ক্রমে ৩০ হাজার শীতবস্ত্র বিতরণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।