শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন

এসএমসিকে শাকিব খানের লিগ্যাল নোটিশ

একুশের কণ্ঠ অনলাইন:: চুক্তির মেয়াদ শেষ হলেও বিজ্ঞাপন প্রচার বন্ধ না করায় খাবার ওরস্যালাইন উৎপাদন ও বিপণন প্রতিষ্ঠান এসএমসিকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন চিত্রনায়ক শাকিব খান। চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন তিনি।

বুধবার (৬ সেপ্টেম্বর) শাকিব খানের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার ওলরা আফরিন এসএমসি বরাবর এই নোটিশ পাঠিয়েছেন।

২০১৯ সালের মার্চ থেকে শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ শুরু করেন। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত তার সাথে চুক্তি ছিল প্রতিষ্ঠানটির। এরই অংশ হিসেবে ২০২১ সালের জানুয়ারিতে এসএমসি ওরস্যালাইনের একটি বিজ্ঞাপনে কাজ করেন শাকিব খান।

চুক্তি অনুযায়ী, বিজ্ঞাপনটি ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত চালানোর কথা ছিল। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলেও চলতি বছরে একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত শাহরিয়ার নাজিম জয়ের সঞ্চালনে ‘১৩টি প্রশ্ন’ অনুষ্ঠানে বিজ্ঞাপন বিরতিতে শাকিব খানের বিজ্ঞাপনগুলো অবিচ্ছিন্নভাবে এবং ক্রমাগতভাবে প্রদর্শন করা হয়।

এ বিষয়ে অবশেষে এসএমসিকে লিগ্যাল নোটিশ পাঠালেন তিনি।

নোটিশে বলা হয়েছে, অননুমোদিত এ বিজ্ঞাপনগুলো প্রচারণায় নায়ক শাকিব খানের আর্থিক ক্ষতি, খ্যাতির ক্ষতি এবং অসুবিধার কথা বিবেচনা করে চার কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

প্রতিষ্ঠানটিকে সাত দিনের সময় দিয়েছেন শাকিব খান। এর মধ্যে ক্ষতিপূরণ না দিলে আইনি ব্যবস্থা নেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com