সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ এশিয়া কাপ হকির ম্যাচে বাংলাদেশ সহজেই জয় পেয়েছে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে । ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে রবিবার ২৯ মে এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকদের ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ। দলের বাকি তিন গোলদাতা আশরাফুল ইসলাম, দীন মোহাম্মদ ইমন ও পুস্কর ক্ষীসা মিমো। ইন্দোনেশিয়ার জেবিকে ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন রাসেল মাহমুদ জিমি, আশরাফুল ইসলাম, দীন ইসলাম ও পুষ্কর খীসা।
শুরুর প্রথমেই গোল পেলেন রাসেল মাহমুদ জিমি। দ্বিতীয় কোয়ার্টারে আরও দুই গোলে ম্যাচে চালকের আসনে বসল বাংলাদেশ। মাঝে ইন্দোনেশিয়া ঘুরে দাঁড়ানোর আভাস দিলেও আটকাতে পারেনি লাল-সবুজ জার্সিধারীদের।
ইন্দোনেশিয়ার গোল করেন আল আকবর আবদুল্লাহ ও আরদাম। এই জয়ে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। সেখানে প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি হবে আগামী ১ জুন। সবমিলিয়ে এখন পর্যন্ত চলমান এশিয়া কাপে বাংলাদেশ চার ম্যাচের দুটিতে জয় পেয়েছে। এই জয়ে বিশ্ব র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানেরও উন্নতি হবে। বর্তমানে ২৯তম স্থানে থাকা বাংলাদেশ পরবর্তী র্যাঙ্কিং সংস্করণে দুই ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে আসবে।
দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হেরে আসর শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ওমানকে হারায় ২-১ গোলে। এরপর মালয়েশিয়ার কাছে হেরে যায় ৮-১ গোলের বিশাল ব্যবধানে। ফলে ৩ পয়েন্ট নিয়ে পুল ‘বি’-তে তৃতীয় হয় বাংলাদেশ। স্থান নির্ধারণী ম্যাচে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলে বাংলার খেলোয়াড়েরা।
ম্যাচের ১৩ মিনিটে রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম ব্যবধান করেন ২-০। পরের মিনিটেই স্কোর ২-১ করেন ইন্দোনেশিয়ার আবদুল্লাহ আল আকবর। ২৪ মিনিটে দীন ইসলামের গোলে আবারও এগিয়ে যায় বাংলাদেশ (৩-১)।
আরদামের পেনাল্টি কর্নারের গোলে ব্যবধান ৩-২ করে ইন্দোনেশিয়া। তবে ম্যাচের ৫৯ মিনিটে পুষ্কর খীসার গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
এশিয়া কাপের সবশেষ আসর ২০১৭ সালে এশিয়া কাপের সবশেষ আসর বসেছিল ঢাকায়। সেবার চীনের সঙ্গে ৩-৩ ড্রয়ের পর টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে উঠেছিল বাংলাদেশ। সেখানে জাপানের কাছে ৪-০ গোলে হেরে হয়েছিল ষষ্ঠ। এবার পাকিদের হারাতে পারলে পঞ্চম হয়ে আসর শেষ করতে পারবেন লাল-সবুজের প্রতিনিধিরা।