শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

এশিয়া কাপ: রাতে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ অনলাইন:: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আয়োজকদের দৃষ্টিতে কাড়ি কাড়ি ডলার। এক ব্যবসাসফল ইভেন্ট। ১৫তম এশিয়া কাপে আয়োজকরা এমনভাবে ফিকশ্চার সাজিয়েছে যেন অন্তত দুইবার এবং সর্বোচ্চ তিনবার ভারত-পাকিস্তান মুখোমুখি হতে পারে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় রাত আটটায় মুখোমুখি হবে রোহিত শর্মা ও বাবর আজমরা।

সব ঠিকঠাক থাকলে সুপার ফোরেও দেখা হয়ে যাবে দুই দলের। নিজেদের সেরা ক্রিকেট খেলে দুই দল ফাইনালে উঠলে এক ইভেন্টেই তিনবার অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ ম্যাচ। এই দুই দলের ম্যাচ দুই দেশের ১৬০ কোটি জনতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। দুই দলের লড়াই মানে অন্যরকম এক দ্বৈরথ। বিশ্ব ক্রিকেটও এদিন দুই ভাগ হয়ে যায়। উত্তাপ ছড়িয়ে পড়ে গোটা ক্রিকেট বিশ্বে। মরুর বুকে এবার সেই উত্তাপ ছড়ানোর পালা।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তানের মুখোমুখি লড়াইটা ছিল একপেশে। যেখানে ভারতকে স্রেফ ১০ উইকেটে উড়িয়ে দিয়েছিল বাবর আজমের দল। সেই হারের বদলা নিতে টগবগ করে ফুটছে রোহিত শর্মার দল। আর পাকিস্তান চিরচেনা কন্ডিশনে আরও একবার বিজেয়র কেতন ওড়ানোর অপেক্ষায়।

অতীতে দুই দলের খেলার আগেই তর্কে জড়িয়ে যেতেন খেলোয়াড়রা। চলতো কথার যুদ্ধ। কিন্তু এখন মাঠে নামার আগেই সাদা পতাকা উড়িয়ে চলেন ক্রিকেটাররা। কোহলি বাবরের পিঠ চাপড়ে কথা বলেন। রোহিত এগিয়ে চোটে পড়া শাহীন শাহ আফ্রিদির খোঁজ নেন। একই মাঠে পাশাপাশি দুই দলের অনুশীলন আগে যা ছিল কল্পনাতীত, এখন তা বাস্তবে দেখা যায়। তবে ক্রিকেট সমর্থকদের সেদিকে মনোযোগ নেই বললেই চলে। তাদের নজর ওই ২২ গজে।

এশিয়া কাপে ১৪ বার (ওয়ানডে-টি-টোয়েন্টি মিলিয়ে) মুখোমুখি হয়ে ভারতের জয় ৮ ম্যাচে, পাকিস্তানের ৫। টি-টোয়েন্টিতে দুই দল খেলেছে কেবল এক ম্যাচ। সেটাও ২০১৬ সালে ঢাকায়। ৮৩ রানের ছোট্ট সেই ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারায় ভারত। ২০১২ সালের পর দ্বিপাক্ষিক সিরিজ না হওয়ায় ভারত-পাকিস্তান মুখোমুখি হয় মহাদেশীয় প্রতিযোগিতা ও টি-টোয়েন্টি বিশ্বকাপে। এজন্য মুখোমুখি লড়াইও কম হয়েছে দুই দলের। ৯ ম্যাচ খেলে ভারতের জয় ৬টিতে, পাকিস্তানের ২টিতে। ১টি টাই।

শেষ বিশ্বকাপে দুবাইয়ে ভারতকে ১০ উইকেটে হারানো সেই ম্যাচই পাকিস্তানের আত্মবিশ্বাসের জ্বালানি, ‘আমরা সর্বশেষ ম্যাচে জিতেছিলাম। যেভাবে ভারতকে হারিয়েছিলাম, সেটি ছিল দারুণ। ওই জয় আমাদের বাড়তি প্রেরণা দিচ্ছে। তবে এটা ঠিক, এ ধরনের ম্যাচে অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। মাঠে নিজেদের সেরাটা দিতে হবে। ভারতকে হারিয়েই আমরা এশিয়া কাপ শুরু করতে চাই।’ – বলেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com