শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৭ পূর্বাহ্ন

এশিয়া কাপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ॥ দেখে নিন দুই দল কোথাও এগিয়ে, কোথাও পিছিয়ে

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ আজকের ম্যাচে দুই দলের বাঁচা আর মরার লড়াই। হাসবেনটা কে বাংলাদেশ না শ্রীলঙ্কা। যেকোন একদল হারলেই বাদ, জিতলে সুপার ফোরে।

এমনিতে মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কা অনেকটাই এগিয়ে। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১২টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে জয় মাত্র ৪টিতে, ৮টিতে হার। তবে সর্বশেষ ৬টি লড়াইয়ে আবার দুই দল সমানে সমান, তিনটি করে ম্যাচ জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

একটি ম্যাচের ওপর ঝুলে আছে এখন বাংলাদেশ-শ্রীলঙ্কার ভাগ্য। নকআউটে পরিণত হওয়া লড়াইয়ে কে হাসবে শেষ হাসি? শ্রীলঙ্কা তাদের সর্বশেষ ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ১০টিতেই হেরেছে। বাংলাদেশ তো হেরেছে সর্বশেষ ১৬ টি-টোয়েন্টির মধ্যে ১৪টিতেই। সর্বশেষ ৫ ম্যাচ হিসেবে আনলে দুই দলেরই হার চারটি করে, জয় একটি।

আজকের ম্যাচে কোন দল এগিয়ে? বাংলাদেশের জয়ের সম্ভাবনা বেশি নাকি শ্রীলঙ্কার? টি-টোয়েন্টিতে দুই দলের সাম্প্রতিক যে পরিসংখ্যান, তাতে কাউকেই ‘ভালো’ বলার উপায় নেই। দুই দলের মধ্যে বরং কিছুটা মিল খুঁজে পাওয়া যেতে পারে। চলতি টুর্নামেন্টে উভয়েরই শুরু হয়েছে আফগানিস্তানের কাছে হার দিয়ে। দুই দলেরই টি-টোয়েন্টিতে অবস্থা যাচ্ছেতাই।

শ্রীলঙ্কার বিপক্ষে সাম্প্রতিক পরিসংখ্যানে আবার এগিয়ে টাইগাররা। লঙ্কানদের সঙ্গে সর্বশেষ তিন দেখায় দুটিতেই জিতেছে বাংলাদেশ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ ব্যবহৃত পিচে খেলা হবে। তাই স্পিনাররা বাড়তি সাহায্য পেতে পারেন। সেক্ষেত্রে আজ তিন পেসার তত্ত্ব থেকে সরে আসতে পারে বাংলাদেশ। একাদশে ফেরানো হতে পারে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ ॥ মোহাম্মদ নাইম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান/নাসুম আহমেদ।

শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ ॥ কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারতেœ, মাহিশ থিকশানা, মাথিসা পাথিরানা, দিলশান মধুুশঙ্কা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com