বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন

এশিয়ান জিমন্যাস্টিকসের সম্মাননা পেলেন শেখ বশির আহমেদ মামুন

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোরডটকম ॥ এশিয়ান জিমন্যাস্টিকসের বিশেষ সম্মাননা পেলেন বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি শেখ বশির আহমেদ মামুন। এশিয়ান জিমন্যাস্টিকসে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের ‘সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন’ অর্জন করেছেন এ ক্রীড়া সংগঠক।

কাতারের দোহায় গতকাল সোমবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিত এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের ২২তম কংগ্রেসে শেখ বশির আহমেদ মামুনের হাতে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান সাতরি এ সম্মাননা সনদ তুলে দেন।

২০২০ সালে ঢাকায় ‘বঙ্গবন্ধু পঞ্চম সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ’ আয়োজনে বিশ্বমান এবং বাংলাদেশে জিমন্যাস্টিকসের প্রসার ও অভূতপূর্ব উন্নতিসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য তাকে এ পুরস্কারে ভূষিত করে এশিয়ান জিমন্যাস্টিকস ইউনিয়ন।

শেখ বশির আহমেদ মামুনের এই বিরল সম্মাননা অর্জনের জন্য বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মাননীয় মহাসচিব সৈয়দ শাহেদ রেজা বিওএ’র পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com