সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ন

এশিয়ান গেমস ২০২৩ পর্যন্ত স্থগিত, বাংলাদেশের প্রতিক্রিয়া

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ চলতি বছরের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চিনে হাংজু এশিয়ান গেমস আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু ফের মারণ ভাইরাস কোভিডের দাপট বাড়তে শুরু করেছে। এ বারও উৎপত্তিস্থল সেই চিন। আর সেই জেরেই এ বার স্থগিত হয়ে গেল হাংজু এশিয়ান গেমস। করোনার দাপট কমার সম্ভাবনা এখন নেই বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাই ২০২৩ সাল পর্যন্ত এই প্রতিযোগিতা স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কিন্তু এই প্রতিযোগিতা শুরু আগেই স্থগিত করার কথা সামনে চলে এল। এশিয়ান গেমসের ১৯তম আসরটি ১০ থেকে ২৫ সেপ্টেম্বর চিনের হাংজুতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু এএফপি-র রিপোর্ট অনুযায়ী কোভিডের বাড়বাড়ন্তের জন্য শেষ পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে এই প্রতিযোগিতা। চলতি বছরের সেপ্টেম্বরে চিনে আয়োজিত হওয়ার কথা ২০২২ সালের এশিয়ান গেমস।

এগারো হাজার ক্রীড়াবিদের জন্য ৫৬টি ভেন্যুর সবই প্রস্তুত ছিল। যেখানে ১৮টি ডিসিপ্লিনে অংশ নেয়ার কথা ছিল বাংলাদেশের। এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন একে সরকার গেমস স্থগিত প্রসঙ্গে বলেন, ‘আমরা মাত্রই জানলাম ওসিএ এই সিদ্ধান্ত নিয়েছে।

গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। কবে নাগাদ আবার হয় বা পরবর্তী করণীয় কি সেটা নির্দেশনা তারা অবশ্যই আমাদের দেবে।’ এশিয়ান গেমসের ক্যাম্পের বিষয়ে একে সরকারের কথা, ‘অনেক ডিসিপ্লিন কমনওয়েলথ গেমস ও ইসলামিক সলিডারিটিতেও রয়েছে, সেগুলোর ক্যাম্প চলমান থাকবে। বাকি ডিসিপ্লিনগুলোর ব্যাপারে বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশন (বিওএ) সিদ্ধান্ত নেবে। কারণ দীর্ঘদিন ক্যাম্প চালানো ব্যয়সাধ্য বিষয়।’

চিনের সংবাদ মাধ্যমের খবর অনুসারে, প্রাণঘাতী করোনা ভাইরাসের ক্রমবর্ধমান মামলার পরিপ্রেক্ষিতেই এশিয়ান গেমস স্থগিত করতে হচ্ছে। শুক্রবার চিনের গণমাধ্যম এমন খবর সামনে এনেছে। একটি প্রতিবেদন অনুসারে, এশিয়ান অলিম্পিক কাউন্সিল শুক্রবার বলেছে যে , ২০২২ সালের ১০ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চিনের হাংজুতে অনুষ্ঠিত ১৯তম এশিয়ান গেমস স্থগিত করা হবে।

বিলম্বের জন্য কোন কারণ জানান হয়নি। তবে চিনের কোভিড -১৯ সম্পর্কিত মামলা বাড়তে থাকার জন্যই যে এমন খবর সামনে এসেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com