সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন

এশিয়ান গেমস স্থগিতের দিনেই হকির বাছাই চলবে, প্রস্তুতিও চলবে বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ সাংহাইসহ চীনের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরে করোনাভাইরাস নতুন করে বৃদ্ধি পাওয়ায় দেশটিতে হতে যাওয়া এশিয়ান গেম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতা হওয়ার কথা ছিল চীনের হাংজুতে ১০ থেকে ২৫ সেপ্টেম্বর।

এশিয়ান গেমসের ১৯তম আসরটি চীনের হাংজোতে আগামী ১০-২৫ সেপ্টেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল। ২০২৩ সাল পর্যন্ত তা স্থগিত রাখার কথা শুক্রবার জানায় অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ)।

এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণার দিন শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে শুরু হয়েছে গেমসের হকির বাছাই টুর্নামেন্ট। এই বাছাইয়ে খেলতে বাংলাদেশ হকি দলও এখন ব্যাংককে। আগামীকাল শনিবার বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ইন্দোনেশিয়ার বিপক্ষে।

গেমস স্থগিত হয়ে গেলেও বাছাই চলবে এবং পরবর্তীতে প্রস্তুতি চলবে বলে জানালেন হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহম্মদ ইউসুফ। “যখনই এশিয়ান গেমস হোক না কেন, বাছাই তো খেলতেই হবে। থাইল্যান্ডের চলমান বাছাইয়ের খেলাগুলো তাই চলবে। এরপর আমাদের এশিয়া কাপ থাকায় আমাদেরকে প্রস্তুতির মধ্যেই থাকতে হবে। ফলে প্রস্তুতি বন্ধ করা হবে না।”

বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। বাংলাদেশ ও ইন্দোনেশিয়া ছাড়া গ্রুপে অন্য দুই দল শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর।

ম্যাচে উজবেকিস্তান ৪-২ গোলে হারিয়েছে হংকংকে। দিনের অন্য ম্যাচে মুখোমুখি হবে থাইল্যান্ড ও কাজাখস্তান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com