শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

এশিয়ার সেরা ৫০ তারকার শীর্ষে শাহরুখ

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: দক্ষিণ এশিয়ার সেরা ৫০ তারকার তালিকা প্রকাশ করেছে যুক্তরাজ্যের সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আই। এ তালিকার শীর্ষে রয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। পঞ্চাশজন তারকার এ তালিকার ২৬ জনই ভারতীয় শোবিজ অঙ্গনের অভিনয়শিল্পী ও সংগীতশিল্পী। বেশ কজন পাকিস্তানি তারকা এ তালিকায় থাকলেও, বাংলাদেশি কোনো তারকার নাম নেই।

ইস্টার্ন আইয়ের বিনোদন সম্পাদক আসজাদ নাজির দক্ষিণ এশিয়ার সেরা ৫০ তারকার তালিকা প্রস্তুত করেছেন। এ তালিকার শীর্ষে শাহরুখ খানকে রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘আধুনিক যুগে কিং খানই প্রথম নেতৃত্বস্থানীয় ব্যক্তি হতে যাচ্ছেন, যে একই বছর তিনটি ব্লকবাস্টার বলিউড সিনেমা উপহার দিতে যাচ্ছেন। তিনি বড় অংশের দর্শকদের হলমুখী করেছেন; পড়ে যাওয়া একটি ইন্ডাস্ট্রিকে প্রাণ দিয়েছেন। বিশ্ববাসীকে মনে করিয়ে দিয়েছেন, বলিউড কি করতে পারে।’

বিনোদন দুনিয়ার শিল্পীদের নানা দিক বিবেচনা করে এ তালিকা চূড়ান্ত করা হয়। যেমন— যেসব তারকারা নিজ দেশের সীমানা অতিক্রম করে নিজের কাজ দ্বারা বিশ্বব্যাপী অনুপ্রেরণা দিয়ে থাকেন, সেসব কাজকে বিচার করে এ তালিকা প্রস্তুত করা হয়। তা ছাড়াও পাঠক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মতামতকে বিবেচনায় নেওয়া হয়ে থাকে।

চলুন জেনে নিই, এ তালিকার শীর্ষ ১০ ভারতীয় তারকার নাম। প্রথমে রয়েছেন শাহরুখ খান, দ্বিতীয় অবস্থানে আলিয়া ভাট, তৃতীয় অবস্থানে প্রিয়াঙ্কা চোপড়া, চতুর্থ অবস্থানে দিলজিৎ দোসাঞ্জে, পঞ্চম অবস্থানে রণবীর কাপুর, ৬ষ্ঠ অবস্থানে শ্রেয়া ঘোষাল, সপ্তম অবস্থানে থালাপাতি বিজয়, অষ্টম অবস্থানে তেজশ্বরী প্রকাশ, নবম অবস্থানে অরিজিৎ সিং, দশম অবস্থানে রুপালি গাঙ্গুলি।

তথ্যসূত্র: ইস্টার্ন আই

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com