মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন

এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতার উদ্বোধন আজ

স্পোর্টস রিপোর্টার ॥ রমনার শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে ৯ থেকে ১৩ অক্টোবর ‘এশিয়ান অনূর্ধ্ব-১৪ টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে এবং বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও বেঙ্গল গ্রুপের পৃষ্ঠপোষকতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে।

এ উপলক্ষ্যে শনিবার ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহ-সভাপতি মো: মোতাহার হোসেন (সাজু), সাধারণ সম্পাদক আবু সাঈদ মোহাম্মদ হায়দার, টুর্নামেন্ট ডিরেক্টর মাহবুব মোর্শেদ শামীম, কোষাধ্যক্ষ খালেদ আহমেদ, নির্বাহী সদস্য আ.ম. আখতারুজ্জামান মূকুল, আহম্মেদ জিয়াউর রহমান, মিসেস শিরিন আক্তার, বেঙ্গল কামার্শিয়াল ব্যাংক এর প্রতিনিধি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: সাইফুল ইসলাম ও বেঙ্গল গ্রুপ এর প্রতিনিধি ট্রেড মার্কেটিং ও আউটডোর  ব্যবস্থাপক  শামিম মিয়া উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ৭টি দেশ হতে ৩১ জন বালক ও ১৪ জন বালিকা খেলোয়াড়সহ মোট ৪৫ জন খেলোয়াড় অংশগ্রহণ করছে। তন্মধ্যে বাংলাদেশ (বালক ২২ জন, বালিকা ১০ জন), হংকং (বালক ১ জন, বালিকা ১ জন), ভারত (বালক ৬ জন), কোরিয়া (বালিকা ১ জন), সৌদি আরব (বালক ১ জন), আমেরিকা (বালক ১ জন), শ্রীলঙ্কা (বালিকা ২ জন) খেলোয়াড়। ভারতের হুয়াইট ব্যাজ রেফারী জনাব প্রবিন কুমার নায়েক টুর্নামেন্টে রেফারী হিসেবে দায়িত্ব পালন করছেন।

বালক বিভাগে প্রতিযোগিতার প্রথম সিড মো: তানভির মুন তুষার (বাংলাদেশ) এটিএফ র‌্যাংকিং : ১৪৬ এবং বালিকা বিভাগে প্রথম সিড চিও ওয়ান নিনা ওয়াং (হংকং) এটিএফ র‌্যাংকিং: ৫৮। প্রতিযোগিতার খেলাসমূহ নক-আউট প্লেসমেন্ট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। ফলে খেলা শেষে প্রত্যেক খেলোয়াড় নিজ নিজ অবস্থান অনুযায়ী এটিএফ অনূর্ধ্ব-১৪ বছরের র‌্যাংকিং পয়েন্ট অর্জন করবে। প্রতিযোগিতায় বালক একক, বালক দ্বৈত, বালিকা একক ও বালিকা দ্বৈত ইভেন্ট অন্তর্ভূক্ত থাকবে। প্রতিযোগিতার এককের চ্যাম্পিয়ন খেলোয়াড় এটিএফ ২০০ পয়েন্ট, রানার-আপ খেলোয়াড় এটিএফ ১৩৩ পয়েন্ট অর্জন করবে। এছাড়াও অন্যান্য খেলোয়াড় নিজ নিজ অবস্থান অনুযায়ী এটিএফ র‌্যাংকিং পয়েন্ট অর্জন করবে।

প্রতিযোগিতার শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ ৮ অক্টোবর বিকাল ৪ টায় শেখ জামাল জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এ সময় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এর চেয়ারম্যান ও বেঙ্গল গ্রুপের ভাইস-চেয়ারম্যান মো: জসিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com