মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

এমপি একাব্বর ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

টাঙ্গাইল (মির্জাপুর) প্রতিনিধি::

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এমপি একাব্বর ও তার স্ত্রী ঝর্ণা হোসেনকে বুধবার সন্ধ্যায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন আগে ঝর্ণা হোসেনের করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর মঙ্গলবার এমপি একাব্বরের জ্বর ও শরীরে ব্যথা হলে বুধবার সকালে তিনিও নমুনা দেন। বিকেলে তার রিপোর্টও পজিটিভ আসে। জ্বর ও শ্বাসকষ্ট অনুভব করায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

এর আগে, তাদের ছেলে তাহরীম হোসেন ফেসবুক পোস্টে লেখেন, দপ্রিয় মির্জাপুরবাসী, আপনাদের সংসদ সদস্য আমার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এবং আমার মা ঝর্ণা হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বাবার উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ-এ চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদের সকলের কাছে দোয়া চাই যাতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠেন।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com