শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫, ০৪:২৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রাবাড়ী থানার একটি প্রতারণা মামলায় আদালত থেকে আব্দুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এসেছিল। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এই পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে রাজধানীর গুলশানের বাসা থেকে মঙ্গলবার সকালে আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়।