শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

এবার সাকিবকে দেখে আত্মবিশ্বাসী ‘খুশি’ বিসিবি সভাপতি

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠটোয়েন্টিফোর ডটকম ॥ অলরাউন্ডার সাকিব আল হাসানকে বিতর্ক ঘিরে ধরেছিল চারপাশে। শেষ অবধি সবকিছু পাশ কাটিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব উঠেছে তার কাঁধে। এবার সাকিবকে দেখে আত্মবিশ্বাসী ‘খুশি’ বিসিবি সভাপতি।

প্রতিদিন রুটিন করে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন সাকিব আল হাসান। তবে সঙ্গে আছেন মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজসহ কয়েকজন ব্যক্তিগতভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। এছাড়া ব্যাটিং কোচ জেমি সিডন্সের সঙ্গেও কাটছে সময় বেশ। গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ছাড়া শেষ চার-পাঁচদিন একটানা প্র্যাকটিস করেছেন।

এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলের আনুষ্ঠানিক প্রস্তুতি এখনও শুরু হয়নি। পিঠেপিঠি ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফর শেষে আপাতত বিশ্রামে আছেন ক্রিকেটারদের বেশির ভাগই।

তাদের সেই অনুশীলনে বৃহস্পতিবার ১৮ আগস্ট হাজির হরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। অনুশীলন কিছুক্ষণ দেখলেন তিনি। বেশ সময় নিয়ে কথা বললেন ব্যাটিং কোচ জেমি সিডন্স ও সাকিবের সঙ্গে। এরপর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সাকিবকে দেখে খুব আত্মবিশ্বাসী লেগেছে। টি-টোয়েন্টি ধুঁকতে থাকা দলকে কক্ষপথে ফেরাবেন নতুন অধিনায়ক, এমন আশার ইঙ্গিতও মিলেছে পাপনের কথায়।

তিনি বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সব বলতে অনেক খেলোয়াড়ের সঙ্গে। সোহানের সঙ্গে হয়, লিটন দাসের সঙ্গে হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী।

সাকিবের কাছে জানতে চাচ্ছিলাম, ওর কী মনে হচ্ছে? কী হতে পারে? একটা জিনিস দেখলাম, সাকিব খুব আত্মবিশ্বাসী, ওর ঐ আত্মবিশ্বাস সবসময়ই থাকে। ওর আত্মবিশ্বাস থাকাটা জরুরি এখন। মানে জিততে পারবো, এটা থাকতে হবে।’

সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। হারার চেয়েও বড় কথা, আক্রমণাত্মক মানসিকতা অনেকদিন ধরে নেই টি-টোয়েন্টি দলে। সামনে এশিয়া ও বিশ্বকাপ। পাপনের বিশ্বাস, আগামী দিনে বাংলাদেশ দলের মধ্যে অন্তত জেতার আত্মবিশ্বাস থাকবে।

তিনি আরও যোগ করেন, ‘খেলার জন্য খেলতে গেলাম, গিয়ে হারা-জেতা নিয়ে আমার কথা নেই। একটা খেলার মধ্যে জিততে পারবো, এই আত্মবিশ্বাসটা জরুরী। এটা দেখতে পেরেছি, আমি খুশি। সেখানে গিয়ে কী কী হতে পারে তা দেখেছি। ভালোই, আমার কাছে হারা-জেতাটা বড় কথা না। এবার ভালো খেলার চেষ্টা করবে, তাতে সন্দেহ নেই।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com