রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫ পূর্বাহ্ন

এবার বসুন্ধরা কিংসের চতুর্থ শিরোপায় চোখ

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ বসুন্ধরা কিংস ইতিহাস গড়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের হ্যাটট্টিট শিরোপা জিতেছে । অবশ্য এর আগেও প্রিমিয়ার লিগের হ্যাটট্রিক শিরোপা জয়ের রেকর্ড রয়েছে অন্য ক্লাবের। তবে অভিষেকের পর হ্যাটট্রিক শিরোপা জিততে পারেনি আর কোনও ক্লাব। এখানেই অনন্য বসুন্ধরা কিংস। দিনবদলের এক নতুন গান শোনাচ্ছে ঘরোয়া ফুটবলের নতুন জায়ান্টরা। দেশের ফুটবলকে দেখাচ্ছে নতুন দিনের স্বপ্ন।

এবার নিজেদের অন্য উচ্চতায় নিয়ে যেতে চায় কিংস। টানা চার শিরোপা জয়ের লক্ষ্য তাদের। দলের সভাপতি ইমরুল হাসান বসুন্ধরা কিংসের এই সাফল্যগাথার পেছনে বড় ভূমিকা পালন করেছেন। তার ভূমিকা ক্রীড়াঙ্গনের সকলেরই জানা। কাড়ি কাড়ি অর্থ ব্যয় করেও সাফল্যের দেখা পাচ্ছে না অনেক ক্লাব। সেখানে প্রিমিয়ার লিগে এসেই নিজেদের আধিপত্য বিস্তার করেছে কিংস।

বসুন্ধরা কিংসের অধিনায়ক রবসন রবিনহোর নজর এবার দেশের বাইরে নিজেদের তুলে ধরার। দেশের বাইরে এএফসি ম্যাচগুলোতে জয় চান রবিনহো। তিনি বলেন, ‘দেশের বাইরের ম্যাচগুলোতে আমরা ভালো করতে চাই। ঘরোয়া লিগে আমরা নিজেদের প্রমাণ করেছি। এর আগে বিদেশের ম্যাচগুলোতে জয়ের খুব কাছে ছিলাম। এবার সেই ব্যবধান ঘোচাতে চাই আমরা। ’

বসুন্ধরার এই সাফল্য শুধু আর্থিক সচ্ছলতার কারণে এসেছে এমনটা ভাবলে ভুল হবে। এর পেছনে রয়েছে সাংগঠনিক দক্ষতা। যাতে ইমরুল হাসানের ধারে-কাছে নেই কেউ। এবারের লিগে চ্যাম্পিয়ন হয়ে নিজেদের অন্য উচ্চতায় নিতে চান ক্লাব সভাপতি। তিনি বলেন, ‘এবারের মৌসুমেও আমাদের লক্ষ্য থাকবে চ্যাম্পিয়ন হওয়া।

টানার ৩ বার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড থাকলেও টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই কোনও দলের। সামনে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ আসতে পারে বসুন্ধরা কিংসের।

এ নিয়ে উচ্ছ্বসিত কিংসের ডিফেন্ডার ইয়াসিন আরাফাত। তিনি বলেন, ‘আসলে আমরা ঘরোয়া লিগে নিজেদের প্রমাণ করেছি। এই ধারাবাহিকতা আমরা ধরে রাখতে চাই। এবার সামনে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সম্ভাবনা আছে। লড়াই কঠিন হবে। তবে আমরা চেষ্টা করবো নিজেদের সেরাটা দিয়ে সকলকে ভালো কিছু উপহার দিতে। ’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com