শনিবার, ৩০ অগাস্ট ২০২৫, ০১:৩১ পূর্বাহ্ন

এবার পুরুষদের জন্য ‘স্নো-বলস’ অন্তর্বাস!

লাইফস্টাইল ডেস্ক:: উষ্ণ আবহাওয়া পুরুষদের স্পার্ম কাউন্টের ওপর কুপ্রভাব ফেলে। এমটাই দাবি করছে একাধিক গবেষণা প্রতিষ্ঠান। বিশ্ব উষ্ণায়ন যখন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে, তখন শুক্রাণু-সংক্রান্ত এমন দাবি নিশ্চিতভাবেই কপালের ভাঁজ বাড়াচ্ছে।

গবেষণায় আরও জানা যাচ্ছে, অত্যধিক গরমে পুরুষরা যৌন মিলনের সময়ও যথেষ্ট অস্বাচ্ছন্দ্য বোধ করেন। রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রেও সারাক্ষণ একটা অস্বস্তি কাজ করে। শরীরের বিভিন্ন অংশে ঘাম জমে ‘ফাঙ্গাল ইনফেকশন’র আশঙ্কা থেকেই যায়।

তাই এবার এই সমস্যা থেকে স্বস্তি। পুরুষদের জন্য বাজারে আসছে এমন একটি অন্তর্বাস, যা সর্বক্ষণ ঠাণ্ডা রাখবে পুরুষদের শরীর।

এই প্যাচপ্যাচে গরমে পুরুষদের শরীর ও মন ঠাণ্ডা রাখতে তৈরি করা হয়েছে একটি ‘কুল’ অন্তর্বাস। বিজ্ঞানসম্মত পদ্ধতিতে তৈরি করা হয়েছে এই অন্তর্বাসটি যা স্পার্ম কাউন্ট স্বাভাবিক রাখতেও বিশেষভাবে সাহায্য করবে।

এর মধ্যে থাকা কার্বক্সাইমথিল সেলুলোস সোডিয়াম জেল পুরুষদের যৌনাঙ্গকে শীতল রাখতে সাহায্য করে। ফলে স্পার্ম কাউন্টও স্বাভাবিক থাকে। এই বিশেষ জেল ভরা প্যাকেটটি মাত্র ৩০ মিনিট ফ্রিজে বা বরফের সংস্পর্শে রাখলেই পরবর্তী বেশ কয়েক ঘণ্টার জন্য নিশ্চিন্ত!

অন্তর্বাসটির পোশাকি নাম ‘স্নো-বলস’। সম্পূর্ণ সুতির তৈরি স্ট্রেচেবল এই অন্তর্বাসের আরও একটি গুণ রয়েছে। অন্তর্বাসের যে কুলিং প্যাড এটিকে ঠাণ্ডা রাখে সেটি ইচ্ছেমতো সরিয়ে রেখেও অন্তর্বাসটি ব্যবহার করা যেতে পারে।

গরমে খেলার মাঠে অনেক খেলোয়াড়দের জার্সির ভেতরে ‘স্কিনি’ পরতে দেখা যায়। এই বিশেষ ‘স্কিন টাইট’ পোশাক শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে ঘাম হয় না।

এই অন্তর্বাসটিও ঠিক তেমনভাবেই কাজ করবে। কিন্তু কোথায় এই মহার্ঘ বস্তুটি? অনলাইনে যেকোনো ই-কর্মাস সাইটে ‘স্নো-বলস’ লিখে সার্চ করেই দেখুন না, কাঠ ফাটা গরমেও ‘কুল’ হয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com