রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন

এবার কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দিবো না : হিরো আলম

বগুড়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস মনোনীত প্রার্থী আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম আগামীকাল শুক্রবার থেকে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন।

আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমি বগুড়ায় এসেছি। । প্রচার-প্রচারণায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাব যেন পুলিশী সহযোগিতা পাই। এবার কাউকে ফাঁকা মাঠে গোল দিতে দিবো না। কেউ যেন ফাঁকা মাঠে গোল দিতে না পারে এজন্য নির্বাচনের মাঠে সারাক্ষণ থাকবো।

হিরো আলম আরও বলেন, নির্বাচন করতে আহামরি খরচ হয় না। যারা দুর্বল প্রার্থী তারাই নির্বাচনে টাকা খরচ করে। আমার নির্বাচনের খরচ জনগণ দিবে, যারা আমাকে ভালোবাসেন। আর জনগণ আমাকে ভালোবেসেই ভোট দিতে আসবেন। বগুড়াসহ সারাদেশে সুষ্ঠু নির্বাচন হবে এটা ইসি বার বার বলেছেন। এক্ষেত্রে পুলিশ ও সাংবাদিকেরা বড় ভূমিকা রাখবেন বলে আশা করছি।

জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, বগুড়ার সাতটি আসনে ৫৪ জন প্রার্থীকে পুলিশ সমানভাবে সহযোগিতা করবেন। এখানে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com