শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ অপরাহ্ন

এবার আগুনে পোড়া নির্বাচন হবে না — সমাজ কল্যান মন্ত্রী

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: এবার ২০১৪ সালের আগুনে পোড়া নির্বাচন হবে না এ সরকারের অধীনেই হবে নিরপেক্ষ নির্বাচন। বিএনপি জামাত সে সময় ঠাকুরগাঁওয়ে প্রিজাইডিং অফিসার সহ সরাদেশে ৪শ শিক্ষা প্রতিষ্ঠানকে পুড়িয়ে দিয়েছিল। গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁয়ের রাণীশংকৈল কেন্দ্রিয় স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সমাজ কল্যান মন্ত্রী রাশেদ মেনন এমপি। জনসভায় ওয়ার্কাস পাটির জেলা সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী’র সভাপতিত্বে মন্ত্রী আরো বলেন, মাদক জঙ্গিবাদ মানুষকে মুক্তি দেয় না বেকাররা মাদকে আসক্ত হচ্ছে এ জন্য বেকার ভাতা চালু করতে হবে। দেশে বৈষম্য বাড়ছে পীরগঞ্জ-রাণীশংকৈলের ২ হাজার একর খাস জমি সহ সারাদেশে ১১লক্ষ একর খাসজমি রয়েছে। এরমধ্যে কিছু জমি আমরা উদ্ধার করেছি বাকি জমি বড়লোকদের দখলে রয়েছে। এজন্য ভূমি আন্দোলন আরো জোড়দার করতে হবে। প্রত্যেককে মরহুম আজিজুল হক, সোহরাব হোসেন, হায়দার আলী, আসির উদ্দীন হতে হবে। দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেই তলা বিহীন ঝুড়ি আর নেই ১৬ কোটি মানুষের খাবার যোগান হয়। আমরা কৃষক এখন সাবলম্বী উৎপাদনে ২য় মৎস্যতে ৪র্থ গামের্›টস শ্রমিকরা পৃথীবির ২য় বৈদেশিক মুদ্রা অর্জন করছে এতে ৩৩ বিলিয়ন ডলার অর্জিত হয়। জনসভায় জেলা সম্পাদক ফয়জুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলিটব্যুরো সদস্য কমরেড মাহমূদুল হাসান মানিক জেলা সদস্য আবু জাহেদ জুয়েল কমরেড অধ্যক্ষ তাজুল ইসলাম, এ্যাডঃ ইমরান আলী, তৈয়মুর রহমান, যুব মৈত্রি রফিকুল ইসলাম, কৃষক সমিতির সভাপতি সাদেকুল ইসলাম, নারী মুক্তি সংসদ আফরোজা পারভীন রিপা আদিবাসি নেতা রবিন্দ্রনার্থ সরেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com