মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

এবছরই প্রেমিকা আথিয়া শেট্টির সঙ্গে বিয়ে কে এল রাহুল! বাড়ছে জল্পনা

চলতি বছরের ডিসেম্বরে বিয়ে করতে পারেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি

স্পোর্টস রিপোর্টার, ই-কণ্ঠ টোয়েন্টিফোর ডটকম ॥ রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই আবার বি-টাউনে আরেক বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এ বার টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক ও অভিনেত্রীর বিয়ের খবরে সরগরম গ্ল্যামার দুনিয়া।
সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কে এল রাহুল ও আথিয়া শেট্টি।

২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় সফর শুরু করেন আথিয়া। তবে বাবার মতো সাফল্যের মুখ দেখেননি। সুনীল শেট্টির মেয়ে আথিয়ার সঙ্গে বেশ কয়েক বছর ধরেই সম্পর্কে রয়েছেন কে এল রাহুল। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত একসঙ্গে ছবিও দেন দুই সেলিব্রেটি। গত সোমবার তিরিশ বছরে পা দিয়েছেন রাহুল। তাঁকে জড়িয়ে ধরে ছবি পোস্ট করে ভালবাসা প্রকাশ করেছেন আথিয়া।

দুজনের সম্পর্ক নিয়ে দুই পরিবারের সম্মতি রয়েছে। সুত্রের খবর, চলতি বছরের শেষেই নাকি বিয়ে সারবেন দু’জন। ম্যাঙ্গালুরুর বাসিন্দা সুনীল শেট্টির পরিবার। কে এল রাহুলের পরিবারেরও সেখানেই বাড়ি। তাতেই মনে করা হচ্ছে, দক্ষিণ ভারতীয় প্রথায় বিয়ে হতে চলেছে। দুই পরিবার নাকি বিয়ের প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।

২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিনয় সফর শুরু করেন আথিয়া। তবে বাবার মতো সাফল্যের মুখ দেখেননি। যদিও কে এল রাহুলের সঙ্গে সম্পর্কের জেরে একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। আথিয়ার পরিবারের সঙ্গেও সুসম্পর্ক রয়েছে রাহুলের। তাঁর সাফল্যে একাধিকবার সুনীল শেট্টিকে প্রতিক্রিয়া দিতে দেখা যায়। চলতি আইপিএল-এ কে এল রাহুলের দল লখনউ সুপার জায়ান্টের খেলা দেখতেও এসেছিলেন সুনীল শেট্টি ও তাঁর কন্যা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com