শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
বশির আহমেদ, বান্দরবান জেলার প্রতিনিধি:: পবিত্র মাহে রমজান উপলক্ষে সমাজের কম ভাগ্যবান মানুষের জন্য মাসব্যাপী ইফতার সামগ্রী বিতরণ শুরু করেছেন এপেক্স ক্লাব অব বান্দরবান।
এই কর্মসুচির উদ্বোধন করেন এপেক্স বাংলাদেশের আইপি এন এস ডি এপে: নুরুল আমিন চৌধুরী আরমান।
এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট এপে.নিনিপ্রু,পিডিজি-৩ এপে. কামাল পাশা, এসভিপি এপে. ইনজিনিয়ার রুইপ্রঅং মার্মা, পিপি এপে.মোজাম্মেল হক প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এ সময় নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, সমাজের অনেক মানুষ এই রমজানে ঠিকমত সেহেরী ও ইফতার খেতে পারে না। মানুষের কষ্টের সময় এপেক্স ক্লাব অব বান্দরবান অতীতের মত এবারও এগিয়ে এসেছে যা প্রতি বছর অব্যাহত থাকবে। এসময় প্রতিটি প্যাকেটে সেমাই, চিনি, চনাবুট, ডাল, পিয়াজ, রসুন, সয়াবিন তৈল, মুড়ি, আলু ও খেজুর দিয়ে গরীব ও অসহায় পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হয়।