মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন

এনসিএলের ফাইনাল: আজ মুখোমুখি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন ও রংপুর বিভাগ

এনসিএলের ফাইনাল: আজ মুখোমুখি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন ও রংপুর বিভাগ

স্পোর্টস রিপোর্টার:: আগামী ৩০ ডিসেম্বর পর্দা উঠবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। তার আগে আজ পর্দা নামছে জাতীয় লিগ টি-টোয়েন্টির। ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে ঢাকা মেট্রোপলিটন ও রংপুর বিভাগ। লম্বা সময় ধরে বিপিএলের বাইরে ঘরোয়া ক্রিকেটে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ছিল ক্রিকেটারদের। সেই আক্ষেপ কাটিয়েছে জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দীর্ঘ ১৪ বছর পর ফিরে এই আসর।

সর্বশেষ ২০১০ সালে মাঠে গড়ায় এনসিল টি-টোয়েন্টি। এরপর অজানা কারণে বন্ধ থাকলেও ফারুক আহমেদ বোর্ডের দায়িত্ব নেয়ার পর ফের ফেরানো হয় এই আসর। যেখানে অংশ নেয় মোট আটটি দল। লিগ পর্ব ও প্লে অফ রাউন্ড শেষে এনসিএল এখন দাঁড়িয়ে ফাইনালে। সবাইকে পেছনে ফেলে শিরোপার লড়াইয়ে ঢাকা মেট্রোপলিটন ও রংপুর বিভাগ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় শুরু হবে শিরোপা নির্ধারণী এই লড়াই।

জয় দিয়ে আসর শুরু করা ঢাকা মেট্রোপলিটন গ্রুপ পর্বে কোনো ম্যাচেই হার দেখেনি। মাঠে নামা সাত ম্যাচেই তারা অপরাজিত ছিল। তবে প্রথম কোয়ালিফায়ারে রংপুরের কাছে আসরে প্রথম হার দেখেছিল তারা। ফলে প্রথম দল হিসেবে ফাইনালে যাওয়া হয়নি।

তবে সেই হারের পর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনাকে হারিয়ে ঘুরে দাঁড়ায় নাইম শেখের দল। উঠে আসে স্বপ্নের ফাইনালে। যেখনে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেই রংপুরকে। তাই দুই দলের মহারণে শিরোপা জয়ের পাশাপাশি প্রতিশোধ নেয়ার হাতছানি মেট্রোর।

বিপরীতে গ্রুপ পর্বে দু’টি ম্যাচে হারলেও মেট্রোকে হারিয়ে ফাইনালে উঠার আত্মবিশ্বাস নিয়ে শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে রংপুর। আকবর আলির নেতৃত্বাধীন দলটা চাইবে ইতিহাস গড়েই থামতে।

নাইম শেখ না আকবর আলি, শেষ পর্যন্ত শিরোপা উঠে কার হাতে, তার জন্য অপেক্ষা করতেই হচ্ছে। তবে সুযোগটা নিশ্চয়ই সহজে হাতছাড়া করতে চাইবেন না কেউ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com