বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

এক গাভীর দুটি বাচ্চা প্রসব

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জে একটি গাভী দুইটি বাচ্চা প্রসব করেছে। একটি গাভী একসঙ্গে দু’টি বাছুর প্রসব করায় এলাকার মানুষ দেখতে বেশ ভিড় জমিয়েছে সেই বাড়িতে। গাভী এবং বাচ্চা দুটি এখন সুস্থ আছে।

সোমবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া সুকানদিঘী এলাকার আব্দুল আজিতের বাড়িতে গাভীটি দুইটি বাচ্চা জন্ম দেয়।

গাভীর মালিক আব্দুল আজিত বলেন, আমার গরুটা যখন গর্ভবতী ছিল তখন সাধারণ গরুর মতই আমার গাভীটাও দেখতে ঠিক তেমন ছিল। পরে যেদিন গাভীর বাচ্চা হয় সেদিন দেখি একটা বাচ্চা হওয়ার কিছুক্ষণ পর আরেকটি বাচ্চা হলো। দেখে খুবই ভালো লাগলো। এতদিন আমরা দেখে এসেছি ছাগলের দুইটা বা তিনটা করে বাচ্চা হয়। কিন্তু গরুর দুইটা বাচ্চা কখনো দেখিনি।আল্লাহতালা চাইলে সবকিছুই সম্ভব।

বাচ্চা দু’টি দেখতে আসা শাহ সিরাজ বলেন, এক গাভীর পেটে এক সাথে দুইটি বাছুরের জন্ম দেওয়া এই প্রথম দেখলাম। বিষয়টা আশ্চার্যজনক। আমার কাছে অনেক ভালো লেগেছে।

কালীগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোশাররফ হোসেন জানান, এটি অস্বাভাবিক ঘটনাই বলতে পারেন। ওই গাভীর দুটি ডিম্বাণু হওয়ায় গাভীটি দুটি বাছুর প্রসব করেছে। সচরাচর এমনটি ঘটে না। গাভী এবং বাচ্চা দুটি এখন সুস্থ আছে। আপাতত কোনো সমস্যা পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমার যাওয়া সম্ভব হয়নি। তবে যে কোনো সময় আমরা সেখানে যাবো এবং গাভীটির পরিচর্যা করতে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আসবো।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com