মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:০৪ পূর্বাহ্ন
সামাদ খান মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর জেলা প্রশাসক এর কার্যালয়ে একুশে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার। অনুষ্ঠান উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির অতিরিক্ত পুলিশ সুপার ইমদাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন নূর মোহাম্মদ বাবুল, বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগণ ও জেলার অন্যান্য দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।